সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশে মিঠাপানির মাছ বাড়লেও সামুদ্রিক মাছের প্রজনন কমছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক সমীক্ষায় উঠে এসেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রজাতির মাছ এখনো শনাক্ত হয়নি বলেও গবেষকেরা জানিয়েছেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত গবেষণা সমীক্ষা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিংয়ে এসব বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুফিদুল আলম। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে পারলে সুনীল অর্থনীতির সুফল মিলবে।
গবেষণা দলের প্রকল্প পরিচালক (পিডি) ড. আবদুল্লা আল মামুন বলেন, সমুদ্রসম্পদের টেকসই আহরণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনার লক্ষ্যে সুনীল অর্থনীতির আলোকে ২৮টি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। উপকূলীয় এবং জীববৈচিত্র্যের একটি সমন্বিত তালিকা এবং ডেটাবেইস প্রস্তুতের লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহাদাত হোসেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা মতামত তুলে ধরেন। গবেষণা দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুন নাসের ও অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ জানান, সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি, বিলুপ্ত প্রজাতির মাছ ফিরিয়ে আনা এবং নতুন প্রজাতির মাছ শনাক্তে গবেষণায় একটি দল গঠন করেছে সরকার। সমুদ্রকে সুনীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে তাঁরা কাজ করছেন। সুষ্ঠু কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারলে এর সুফল আসবে।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়, দেশে মাছের ২৪টি প্রজনন এলাকা রয়েছে। পরিবেশের কারণে অনেক প্রজনন এলাকায় এখন মাছের প্রজনন হয় না। এতে মাছের উৎপাদন দিনদিন কমে যাচ্ছে। গবেষকেরা বলেন, উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পদের একটি প্রটোকল তৈরি করেছেন তাঁরা। এতে দেশের আটটি জেলা ও উপজেলায় গবেষণাকাজ শুরু করা হয়। এগুলো হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগরের সুন্দরবন ইসিএ এলাকা, বাগেরহাট জেলার মোগলা ও শরণখোলা এলাকার সুন্দরবন বেষ্টিত সংরক্ষিত বন, ভোলার চরফ্যাশন ও মনপুরা এলাকায় মৎস্য ল্যান্ডিং কেন্দ্র, নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের মেনির প্রোটেক্টেড এলাকা, চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা এলাকা, কক্সবাজারের সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ ও ইসিএ এলাকা এবং মহেশখালীর মৎস্য ল্যান্ডিং কেন্দ্র ও সংরক্ষিত বন।
দেশে মিঠাপানির মাছ বাড়লেও সামুদ্রিক মাছের প্রজনন কমছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক সমীক্ষায় উঠে এসেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রজাতির মাছ এখনো শনাক্ত হয়নি বলেও গবেষকেরা জানিয়েছেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত গবেষণা সমীক্ষা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিংয়ে এসব বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুফিদুল আলম। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে পারলে সুনীল অর্থনীতির সুফল মিলবে।
গবেষণা দলের প্রকল্প পরিচালক (পিডি) ড. আবদুল্লা আল মামুন বলেন, সমুদ্রসম্পদের টেকসই আহরণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনার লক্ষ্যে সুনীল অর্থনীতির আলোকে ২৮টি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। উপকূলীয় এবং জীববৈচিত্র্যের একটি সমন্বিত তালিকা এবং ডেটাবেইস প্রস্তুতের লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহাদাত হোসেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা মতামত তুলে ধরেন। গবেষণা দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুন নাসের ও অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ জানান, সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি, বিলুপ্ত প্রজাতির মাছ ফিরিয়ে আনা এবং নতুন প্রজাতির মাছ শনাক্তে গবেষণায় একটি দল গঠন করেছে সরকার। সমুদ্রকে সুনীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে তাঁরা কাজ করছেন। সুষ্ঠু কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারলে এর সুফল আসবে।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়, দেশে মাছের ২৪টি প্রজনন এলাকা রয়েছে। পরিবেশের কারণে অনেক প্রজনন এলাকায় এখন মাছের প্রজনন হয় না। এতে মাছের উৎপাদন দিনদিন কমে যাচ্ছে। গবেষকেরা বলেন, উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পদের একটি প্রটোকল তৈরি করেছেন তাঁরা। এতে দেশের আটটি জেলা ও উপজেলায় গবেষণাকাজ শুরু করা হয়। এগুলো হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগরের সুন্দরবন ইসিএ এলাকা, বাগেরহাট জেলার মোগলা ও শরণখোলা এলাকার সুন্দরবন বেষ্টিত সংরক্ষিত বন, ভোলার চরফ্যাশন ও মনপুরা এলাকায় মৎস্য ল্যান্ডিং কেন্দ্র, নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের মেনির প্রোটেক্টেড এলাকা, চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা এলাকা, কক্সবাজারের সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ ও ইসিএ এলাকা এবং মহেশখালীর মৎস্য ল্যান্ডিং কেন্দ্র ও সংরক্ষিত বন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫