নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘আমাদের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বলতে কোনো কিছু নেই।’ আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রামে সার্কিট হাউসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের এ কথা বলেন তিনি।
প্রথম ধাপে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দীপ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের (প্রার্থীরা) মধ্যে দু-একজন হয়তো বলেছেন, আপনাদের বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। আপনাদের বিবেচনায় যদি সেই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে, তাহলে সেটা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তা বা আমাদের অবহিত করেন। আমরা তখন যাচাই-বাছাই সাপেক্ষে আপনাদের আশঙ্কার জায়গা যাতে না থাকে, সেই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’
আগামী ৮ মে চট্টগ্রামে প্রথম ধাপে অনুষ্ঠেয় এই তিন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ড নিয়োজিত থাকবে। কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তদারকি করতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।’
তিনি বলেন, ‘দ্বীপ এলাকা হওয়া যোগাযোগের কারণে সন্দীপ উপজেলায় নির্বাচনের আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। অন্য উপজেলাগুলো নির্বাচনের দিন ব্যালট পেপার যাবে।’
প্রার্থীদের আচরণবিধির বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলতে হবে। বিধিমালা কেউ লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে যাতে পোলিং এজেন্ট থাকে, সেটা প্রার্থীদের নিশ্চিত করতে হবে। এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনী নেবে।’
প্রার্থীদের সতর্ক করে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আমরা একটা বিষয়ে সতর্ক করে বলতে চাই, কেন্দ্র দখল বা অন্য কোনো সুযোগ এই নির্বাচনে দেওয়া হবে না। আমরা আশ্বস্ত করতে চাই, নিকট অতীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু একজন সংসদ সদস্য প্রার্থীকে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনেও প্রার্থিতা বাতিলের আইন নির্বাচন কমিশনের রয়েছে।’
সভায় বলা হয়, এই তিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৬ জন প্রার্থী অংশগ্রহণ করছে।
মতবিনিময় সভায় তিন উপজেলার প্রার্থীদের পাশাপাশি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফুন নাহার, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআইয়ের প্রতিনিধিসহ সন্দীপ, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ইউএনও, সিএমপি প্রতিনিধি ও থানার ওসিরা।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘আমাদের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বলতে কোনো কিছু নেই।’ আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রামে সার্কিট হাউসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের এ কথা বলেন তিনি।
প্রথম ধাপে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দীপ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের (প্রার্থীরা) মধ্যে দু-একজন হয়তো বলেছেন, আপনাদের বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। আপনাদের বিবেচনায় যদি সেই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে, তাহলে সেটা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তা বা আমাদের অবহিত করেন। আমরা তখন যাচাই-বাছাই সাপেক্ষে আপনাদের আশঙ্কার জায়গা যাতে না থাকে, সেই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’
আগামী ৮ মে চট্টগ্রামে প্রথম ধাপে অনুষ্ঠেয় এই তিন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ড নিয়োজিত থাকবে। কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তদারকি করতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।’
তিনি বলেন, ‘দ্বীপ এলাকা হওয়া যোগাযোগের কারণে সন্দীপ উপজেলায় নির্বাচনের আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। অন্য উপজেলাগুলো নির্বাচনের দিন ব্যালট পেপার যাবে।’
প্রার্থীদের আচরণবিধির বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলতে হবে। বিধিমালা কেউ লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে যাতে পোলিং এজেন্ট থাকে, সেটা প্রার্থীদের নিশ্চিত করতে হবে। এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনী নেবে।’
প্রার্থীদের সতর্ক করে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আমরা একটা বিষয়ে সতর্ক করে বলতে চাই, কেন্দ্র দখল বা অন্য কোনো সুযোগ এই নির্বাচনে দেওয়া হবে না। আমরা আশ্বস্ত করতে চাই, নিকট অতীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু একজন সংসদ সদস্য প্রার্থীকে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনেও প্রার্থিতা বাতিলের আইন নির্বাচন কমিশনের রয়েছে।’
সভায় বলা হয়, এই তিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৬ জন প্রার্থী অংশগ্রহণ করছে।
মতবিনিময় সভায় তিন উপজেলার প্রার্থীদের পাশাপাশি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফুন নাহার, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআইয়ের প্রতিনিধিসহ সন্দীপ, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ইউএনও, সিএমপি প্রতিনিধি ও থানার ওসিরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫