সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুটি স্টেশনের আরও ১৬ জন ফায়ার ফাইটার। ওই হতাহতের ঘটনায় দুটি স্টেশন অনেকটা ফায়ার ফাইটারের শূন্যতায় ভুগছিল। শূন্যতা নিরসনে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে ১০ জন ফায়ার ফাইটারকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াদ হোসেন বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মারা যাওয়া ১০ সদস্যের মধ্যে ৭ জনই আমাদের স্টেশনের। ঘটনার দিন স্টেশন থেকে আগুন নেভাতে গিয়েছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে একজন সুস্থ হলেও ৭ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আতিকুর রহমান জানান, তাঁদের স্টেশনে ৩৯ জন ফায়ার ফাইটার ছিল। ফায়ার ফাইটারদের মধ্যে ১৫ জন ওই দিন আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আজ স্টেশনটিতে একজন ওয়্যারহাউস পরিদর্শক ও চারজন ফায়ার ফাইটার দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল জানান, তাঁদের স্টেশনের ২৪ জনের মধ্যে সেদিন আগুন নেভাতে ছুটে গিয়েছিলেন ১১ জন। বিস্ফোরণে ৩ জনের প্রাণহানিসহ গুরুতরভাবে আহত হন ৮ জন। ফলে ১৩ জন ফায়ার ফাইটার নিয়ে স্টেশন চালাতে হচ্ছে তাঁদের। তবে আজ সংযুক্তিতে পদায়ন পাওয়া ৫ ফায়ার ফাইটার যোগদানের ফলে বর্তমানে স্টেশন ১৫ জন ফায়ার ফাইটার রয়েছে। সহকর্মী হারানোর এই শূন্যতার ভিড়েও তাঁরা সব ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড একটি শিল্পাঞ্চল বেষ্টিত জনবহুল এলাকা। এ এলাকায় যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই গুরুত্ব বিবেচনা করে গত রোববার সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে বিভিন্ন স্টেশন থেকে ১০ জন ফায়ার ফাইটারকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে ৫ জন ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে ৫ জনকে পদায়ন করা হয়েছে। পদায়ন করা ফায়ার ফাইটারের মধ্যে ওয়্যারহাউস পরিদর্শক, টিম লিডার ও ফায়ার ফাইটার রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর কাজ করার সময় বিকট শব্দে রাসায়নিক ভর্তি একটি কনটেইনারের বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৪৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুটি স্টেশনের আরও ১৬ জন ফায়ার ফাইটার। ওই হতাহতের ঘটনায় দুটি স্টেশন অনেকটা ফায়ার ফাইটারের শূন্যতায় ভুগছিল। শূন্যতা নিরসনে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে ১০ জন ফায়ার ফাইটারকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াদ হোসেন বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মারা যাওয়া ১০ সদস্যের মধ্যে ৭ জনই আমাদের স্টেশনের। ঘটনার দিন স্টেশন থেকে আগুন নেভাতে গিয়েছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে একজন সুস্থ হলেও ৭ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আতিকুর রহমান জানান, তাঁদের স্টেশনে ৩৯ জন ফায়ার ফাইটার ছিল। ফায়ার ফাইটারদের মধ্যে ১৫ জন ওই দিন আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আজ স্টেশনটিতে একজন ওয়্যারহাউস পরিদর্শক ও চারজন ফায়ার ফাইটার দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল জানান, তাঁদের স্টেশনের ২৪ জনের মধ্যে সেদিন আগুন নেভাতে ছুটে গিয়েছিলেন ১১ জন। বিস্ফোরণে ৩ জনের প্রাণহানিসহ গুরুতরভাবে আহত হন ৮ জন। ফলে ১৩ জন ফায়ার ফাইটার নিয়ে স্টেশন চালাতে হচ্ছে তাঁদের। তবে আজ সংযুক্তিতে পদায়ন পাওয়া ৫ ফায়ার ফাইটার যোগদানের ফলে বর্তমানে স্টেশন ১৫ জন ফায়ার ফাইটার রয়েছে। সহকর্মী হারানোর এই শূন্যতার ভিড়েও তাঁরা সব ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড একটি শিল্পাঞ্চল বেষ্টিত জনবহুল এলাকা। এ এলাকায় যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই গুরুত্ব বিবেচনা করে গত রোববার সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে বিভিন্ন স্টেশন থেকে ১০ জন ফায়ার ফাইটারকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে ৫ জন ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে ৫ জনকে পদায়ন করা হয়েছে। পদায়ন করা ফায়ার ফাইটারের মধ্যে ওয়্যারহাউস পরিদর্শক, টিম লিডার ও ফায়ার ফাইটার রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর কাজ করার সময় বিকট শব্দে রাসায়নিক ভর্তি একটি কনটেইনারের বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৪৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫