Ajker Patrika

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩: ০৭
চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ শতাংশ। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নগরের এবং ৪ জন নগরের বাইরের বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ২। এদিন চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১১ জন। 

গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত