চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ১ মে থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। চলবে ৩১ মে পর্যন্ত। এবারই প্রথম এখানে এই মেলা হচ্ছে। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে ঢুকতেই দেখা গেল, নির্মিত হচ্ছে প্রধান ফটক। ইট-সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরও বিভিন্ন স্থাপনা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার উদ্দশ্যে ১১ দিন ধরে মাঠটিতে অবকাঠামো নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘মেলার জন্য পুরাতন স্টেডিয়ামটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণে ইট ফেলা হচ্ছে। মনে হচ্ছে, আমার বুকেই ইট পড়ছে। আমাদের কোনো কিছু করার নেই। যদি কিছু করার থাকত তাহলে মেলাটি বন্ধ করে দিতাম। তারপরেও চেষ্টা করেছি। বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মাঠটি যে অবস্থায় ছিল, সেটি আর আগের অবস্থায় নেওয়া সম্ভব হবে না।’
সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক শামসুল আলম বলেন, ‘মাঠটিতে আমরা নিয়মিত ফুটবল খেলার অনুশীলন করাতাম। মেলার আয়োজন করায় প্রায় দুই কিলোমিটার দূরের আরেকটি স্টেডিয়ামে অনুশীলনে যেতে হচ্ছে। আমরা চাই, খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করা হোক।’
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, খেলার মাঠটি সংস্কারের জন্য আলাদাভাবে জামানত নিয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠটি সংস্কার করে দিলে আমরা জামানত ফেরত পাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যেখানে মেলার অনুমতি দিয়েছে। সেখানে ডিসি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কিছু করার থাকে না। আমরা স্থানীয় খেলাধুলার উন্নয়নের জন্য মেলা আয়োজকদের মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট জমা দিতে বলেছিলাম। সেটা সম্ভবত তাঁরা দিয়েছে। তবে কত টাকা দিয়েছে। সেটা আমার জানা নেই।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ডিসি মো. আব্দুস সামাদ খেলার মাঠে মেলার আয়োজনের প্রশ্নের কথা শুনে ফোন কেটে দেন। পরে আবার কল দিলে তিনি ফোন ধরেননি।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আপনি ডিসির সঙ্গে কথা বলতে পারেন। আমাকে খোঁজখবর নিতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ১ মে থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। চলবে ৩১ মে পর্যন্ত। এবারই প্রথম এখানে এই মেলা হচ্ছে। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে ঢুকতেই দেখা গেল, নির্মিত হচ্ছে প্রধান ফটক। ইট-সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরও বিভিন্ন স্থাপনা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার উদ্দশ্যে ১১ দিন ধরে মাঠটিতে অবকাঠামো নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘মেলার জন্য পুরাতন স্টেডিয়ামটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণে ইট ফেলা হচ্ছে। মনে হচ্ছে, আমার বুকেই ইট পড়ছে। আমাদের কোনো কিছু করার নেই। যদি কিছু করার থাকত তাহলে মেলাটি বন্ধ করে দিতাম। তারপরেও চেষ্টা করেছি। বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মাঠটি যে অবস্থায় ছিল, সেটি আর আগের অবস্থায় নেওয়া সম্ভব হবে না।’
সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক শামসুল আলম বলেন, ‘মাঠটিতে আমরা নিয়মিত ফুটবল খেলার অনুশীলন করাতাম। মেলার আয়োজন করায় প্রায় দুই কিলোমিটার দূরের আরেকটি স্টেডিয়ামে অনুশীলনে যেতে হচ্ছে। আমরা চাই, খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করা হোক।’
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, খেলার মাঠটি সংস্কারের জন্য আলাদাভাবে জামানত নিয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠটি সংস্কার করে দিলে আমরা জামানত ফেরত পাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যেখানে মেলার অনুমতি দিয়েছে। সেখানে ডিসি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কিছু করার থাকে না। আমরা স্থানীয় খেলাধুলার উন্নয়নের জন্য মেলা আয়োজকদের মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট জমা দিতে বলেছিলাম। সেটা সম্ভবত তাঁরা দিয়েছে। তবে কত টাকা দিয়েছে। সেটা আমার জানা নেই।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ডিসি মো. আব্দুস সামাদ খেলার মাঠে মেলার আয়োজনের প্রশ্নের কথা শুনে ফোন কেটে দেন। পরে আবার কল দিলে তিনি ফোন ধরেননি।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আপনি ডিসির সঙ্গে কথা বলতে পারেন। আমাকে খোঁজখবর নিতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে