চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ মাসের যমজ শিশু আরিশা ও আনিশাকে শ্বশুরবাড়িতে রেখে তাদের মা চার মাস আগে চলে যান বাবার বাড়ি। এর পর থেকে তাদের বাবাও নিরুদ্দেশ। এমন পরিস্থিতিতে চার মাস শিশুদের দেখভাল করার একপর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে শিশু সুরক্ষার জরুরি নম্বর ১০৯৮ কল দিয়ে সহায়তা চান শিশুদের দাদি রুমালী বেগম (৫৮)।
অবশেষে আজ সোমবার ওই যমজ শিশুদের সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে শিশুদের জন্য বিভিন্ন উপহারসামগ্রীসহ নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রামে।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিতে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া শুকনো খাবার সরবরাহ করা হবে। তাদের সেবা নিশ্চিতে সমাজসেবা মাঠ সুপারভাইজার তদারকি করবেন।’
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার চককীর্তি ইউনিয়নের কানসাট বালুচর গ্রামের আবদুল আওয়ালের সঙ্গে চক নাধড়া গ্রামের তাজরিন খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। চার মাস আগে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে যমজ শিশু রেখে বাবার বাড়ি চলে যান মা তাজরিন বেগম। এর পর থেকে সন্তানদের আর কোনো খোঁজ নেননি তাজরিন বেগম। ওই ঘটনার পর থেকে শিশুদের বাবা আবদুল আওয়ালও নিরুদ্দেশ। পরে যমজ শিশুদের নিয়ে বিপাকে পড়েন দাদি রুমালী বেগম।
গত বৃহস্পতিবার ১০৯৮ নম্বরে কল দিয়ে সহায়তা চাইলে গতকাল রোববার সমাজকর্মী সেনাউল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিভিন্ন খোঁজখবর নিয়ে সমাজসেবা কার্যালয়ে ডেকে নেন। আজ শিশুদের সার্বিক বিষয়াবলি বিবেচনা করে সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়।
পরে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যমজ শিশুদের (আরিশা ও আনিশা) দাদির দায়িত্বে রাখেন ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সঙ্গে দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী ও নগদ অর্থ। একই সঙ্গে আরিশা ও আনিশার দেখভালের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়।
ইউএনও আবুল হায়াত বলেন, ‘পারিবারিক কলহের কারণে যমজ শিশুরা সেবাযত্ন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে কিছুটা হলেও শিশুদের সেবা নিশ্চিত হবে। পরিবারই হোক তাদের নিরাপদ আশ্রয়স্থল।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিব প্রমুখ।
১৯ মাসের যমজ শিশু আরিশা ও আনিশাকে শ্বশুরবাড়িতে রেখে তাদের মা চার মাস আগে চলে যান বাবার বাড়ি। এর পর থেকে তাদের বাবাও নিরুদ্দেশ। এমন পরিস্থিতিতে চার মাস শিশুদের দেখভাল করার একপর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে শিশু সুরক্ষার জরুরি নম্বর ১০৯৮ কল দিয়ে সহায়তা চান শিশুদের দাদি রুমালী বেগম (৫৮)।
অবশেষে আজ সোমবার ওই যমজ শিশুদের সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে শিশুদের জন্য বিভিন্ন উপহারসামগ্রীসহ নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রামে।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিতে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া শুকনো খাবার সরবরাহ করা হবে। তাদের সেবা নিশ্চিতে সমাজসেবা মাঠ সুপারভাইজার তদারকি করবেন।’
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার চককীর্তি ইউনিয়নের কানসাট বালুচর গ্রামের আবদুল আওয়ালের সঙ্গে চক নাধড়া গ্রামের তাজরিন খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। চার মাস আগে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে যমজ শিশু রেখে বাবার বাড়ি চলে যান মা তাজরিন বেগম। এর পর থেকে সন্তানদের আর কোনো খোঁজ নেননি তাজরিন বেগম। ওই ঘটনার পর থেকে শিশুদের বাবা আবদুল আওয়ালও নিরুদ্দেশ। পরে যমজ শিশুদের নিয়ে বিপাকে পড়েন দাদি রুমালী বেগম।
গত বৃহস্পতিবার ১০৯৮ নম্বরে কল দিয়ে সহায়তা চাইলে গতকাল রোববার সমাজকর্মী সেনাউল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিভিন্ন খোঁজখবর নিয়ে সমাজসেবা কার্যালয়ে ডেকে নেন। আজ শিশুদের সার্বিক বিষয়াবলি বিবেচনা করে সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়।
পরে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যমজ শিশুদের (আরিশা ও আনিশা) দাদির দায়িত্বে রাখেন ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সঙ্গে দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী ও নগদ অর্থ। একই সঙ্গে আরিশা ও আনিশার দেখভালের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়।
ইউএনও আবুল হায়াত বলেন, ‘পারিবারিক কলহের কারণে যমজ শিশুরা সেবাযত্ন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে কিছুটা হলেও শিশুদের সেবা নিশ্চিত হবে। পরিবারই হোক তাদের নিরাপদ আশ্রয়স্থল।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিব প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে