Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন শিশুসহ ৪ জনের প্রাণহানি

প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন শিশুসহ ৪ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জ: সদর ও গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে পৌর এলাকার হুজরাপুর মহল্লার, গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রাম, অনুপনগর এবং দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতদের মধ্যে রয়েছে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি (১২) ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০)।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বিকেল সাড়ে ৩টায় ঝড়-বৃষ্টির সময় ওই শিশু দুটি আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের অনুপনগরে বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা গুরুতর আহত হন। রবিউল ইসলাম সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুল ইসলামের ছেলে। এ ছাড়া সুন্দরপুর এলাকার সাবানিয়া এলাকার শরিফুলের ছেলে আল আমিন (১৪) মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, রবিউল ইসলাম ও তার বাবা এনামুল ইসলাম বিকেল ৩টায় অনুপনগর ইউনিয়নের মাঠে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে রবিউল মারা যান এবং গুরুতর আহত হন তার বাবা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও মাঠে কাজ করার সময় আল আমিন নামে এক কিশোর মারা যায়। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত