ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে