চাঁদপুর প্রতিনিধি
শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ চাঁদপুরের ব্যবসায়ী হান্নান মৃধার (৩৭) সন্ধান মিলেছে ১৩ দিন পর। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। আজ রোববার যশোরের শার্শা থানা-পুলিশ বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়কের পাশ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
হান্নানের পরিবারের অভিযোগ, মুক্তিপণের টাকা দিয়েও তারা হান্নানকে জীবিত পায়নি।
হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁর একটি মুদি দোকান ছিল।
পরিবারের সদস্যরা জানায়, রোববার সকাল ৯টায় যশোরের শার্শা থানা-পুলিশ বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়কের পাশের একটি গাছে মাটিতে পা লাগানো ঝুলন্ত অবস্থায় হান্নানের মরদেহ উদ্ধার করে। পরে তারা চাঁদপুরে হান্নানের বাড়িতে খবর দিলে দুপুর ১টায় হান্নানের লাশ আনতে যশোরের উদ্দেশে রওনা দেয়।
পরিবারের সদস্যরা আরও জানায়, গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তাঁর শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রধানিয়া বাড়িতে ছেলেকে দেখতে যায়। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন।
জানা যায়, গত ৭ মার্চ রাত ৩টা থেকে বেনাপোল থেকে অচেনা ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে বলে জানায়। তাঁকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মীয়স্বজনেরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সঙ্গে কথা বলতে বললে হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেছিল ‘ভাই আমাকে বাঁচান’। তারপর তারা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে ৫০ হাজার টাকা পরিবারের পক্ষ থেকে বিকাশ করা হয় বলে জানা যায়। টাকা পাঠানোর পর তাদের নম্বর বন্ধ করে দেয়।
হান্নান অপহরণ ও হত্যার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এদিকে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে পরিবারের লোকজন ও এলাকাবাসী। রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ করে বিষ্ণুদী রোডে এসে শেষ হয়।
নিহতের বোনজামাই রুবেল বলেন, ‘আমার শ্যালককে আটকে রেখে ১ লাখ টাকা মোবাইলে মুক্তিপণ দাবি করেছে। তারা মোবাইলে বিকাশে ৫০ হাজার টাকা নিয়েছে। আরও ৫০ হাজার টাকা দিইনি বলে আমার শ্যালককে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার শ্বশুর বাড়ি জড়িত থাকতে পারে।’
হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, ‘আমার কাকা সহজ সরল মানুষ ছিলেন। তিনি বাড়ির পাশেই এইচ এম টেলিকম নামের একটি দোকান চালাতেন। তার সঙ্গে কারও শত্রুতা নেই। মুক্তিপণের ৫০ হাজার টাকা জোগাড় করে পাঠানো হয়েছে। টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাকে কেন হত্যা করা হলো? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হান্নান তার শ্বশুর বাড়ি বিষ্ণুপুর থেকে ফেরার পথে নিখোঁজ হন। তার ব্যবহৃত নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ১ মার্চ নিখোঁজ ডায়েরি হয়েছে। অপহরণকারীরা কয়েকবার জায়গা পরিবর্তন করেছে। মুক্তিপণের ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমরা আরও গভীর তদন্ত করে দেখব। মডেল থানা-পুলিশ নিহতের পরিবারের সঙ্গে লাশ আনতে ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ চাঁদপুরের ব্যবসায়ী হান্নান মৃধার (৩৭) সন্ধান মিলেছে ১৩ দিন পর। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। আজ রোববার যশোরের শার্শা থানা-পুলিশ বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়কের পাশ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
হান্নানের পরিবারের অভিযোগ, মুক্তিপণের টাকা দিয়েও তারা হান্নানকে জীবিত পায়নি।
হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁর একটি মুদি দোকান ছিল।
পরিবারের সদস্যরা জানায়, রোববার সকাল ৯টায় যশোরের শার্শা থানা-পুলিশ বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়কের পাশের একটি গাছে মাটিতে পা লাগানো ঝুলন্ত অবস্থায় হান্নানের মরদেহ উদ্ধার করে। পরে তারা চাঁদপুরে হান্নানের বাড়িতে খবর দিলে দুপুর ১টায় হান্নানের লাশ আনতে যশোরের উদ্দেশে রওনা দেয়।
পরিবারের সদস্যরা আরও জানায়, গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তাঁর শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রধানিয়া বাড়িতে ছেলেকে দেখতে যায়। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন।
জানা যায়, গত ৭ মার্চ রাত ৩টা থেকে বেনাপোল থেকে অচেনা ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে বলে জানায়। তাঁকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মীয়স্বজনেরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সঙ্গে কথা বলতে বললে হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেছিল ‘ভাই আমাকে বাঁচান’। তারপর তারা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে ৫০ হাজার টাকা পরিবারের পক্ষ থেকে বিকাশ করা হয় বলে জানা যায়। টাকা পাঠানোর পর তাদের নম্বর বন্ধ করে দেয়।
হান্নান অপহরণ ও হত্যার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এদিকে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে পরিবারের লোকজন ও এলাকাবাসী। রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ করে বিষ্ণুদী রোডে এসে শেষ হয়।
নিহতের বোনজামাই রুবেল বলেন, ‘আমার শ্যালককে আটকে রেখে ১ লাখ টাকা মোবাইলে মুক্তিপণ দাবি করেছে। তারা মোবাইলে বিকাশে ৫০ হাজার টাকা নিয়েছে। আরও ৫০ হাজার টাকা দিইনি বলে আমার শ্যালককে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার শ্বশুর বাড়ি জড়িত থাকতে পারে।’
হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, ‘আমার কাকা সহজ সরল মানুষ ছিলেন। তিনি বাড়ির পাশেই এইচ এম টেলিকম নামের একটি দোকান চালাতেন। তার সঙ্গে কারও শত্রুতা নেই। মুক্তিপণের ৫০ হাজার টাকা জোগাড় করে পাঠানো হয়েছে। টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাকে কেন হত্যা করা হলো? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হান্নান তার শ্বশুর বাড়ি বিষ্ণুপুর থেকে ফেরার পথে নিখোঁজ হন। তার ব্যবহৃত নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ১ মার্চ নিখোঁজ ডায়েরি হয়েছে। অপহরণকারীরা কয়েকবার জায়গা পরিবর্তন করেছে। মুক্তিপণের ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমরা আরও গভীর তদন্ত করে দেখব। মডেল থানা-পুলিশ নিহতের পরিবারের সঙ্গে লাশ আনতে ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫