চাঁদপুর প্রতিনিধি
রাজধানীর বারিধারা এলাকা থেকে গতকাল সোমবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা আনন্দ মিছিল বের করেন।
সোমবার রাতেই জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের চিত্রলেখা মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পথচারী, ব্যবসায়ী, ইজিবাইক, রিকশাচালকসহ নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আত্মীয়ের বাসা থেকে দীপু মনিকে আটক করে। দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। চাঁদপুরে তাঁর বিরুদ্ধে হওয়ায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে দুই দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করা হয়।
ওই ঘটনায় গত ১৫ আগস্ট চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে থানায় এই মামলা করেন। মামলায় নামীয় ৫১০ জন ও অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়।
২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। ওই সংসদেই তিনি ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে এমপি হলেও কোনো মন্ত্রিত্ব পাননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে শিক্ষামন্ত্রী হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
রাজধানীর বারিধারা এলাকা থেকে গতকাল সোমবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা আনন্দ মিছিল বের করেন।
সোমবার রাতেই জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের চিত্রলেখা মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পথচারী, ব্যবসায়ী, ইজিবাইক, রিকশাচালকসহ নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আত্মীয়ের বাসা থেকে দীপু মনিকে আটক করে। দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। চাঁদপুরে তাঁর বিরুদ্ধে হওয়ায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে দুই দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করা হয়।
ওই ঘটনায় গত ১৫ আগস্ট চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে থানায় এই মামলা করেন। মামলায় নামীয় ৫১০ জন ও অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়।
২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। ওই সংসদেই তিনি ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে এমপি হলেও কোনো মন্ত্রিত্ব পাননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে শিক্ষামন্ত্রী হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে