মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
ঢাকাগামী ‘জৈনপুর এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি মতলব দক্ষিণের নায়েরগাঁও নামক স্থানে আজ শনিবার সকালে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটির ৩৫ যাত্রী গুরুতর আহত হন। এই সড়কে হওয়া নিত্য দুর্ঘটনার তালিকায় এটি সর্বশেষ সংযোজন বলা যায়। মতলব-গৌরীপুর-পেন্নাই সড়ক দুর্ঘটনার জন্য এক বড় ফাঁদ বলা যায়। কারণ এই এক সড়কেই রয়েছে দেড় শতাধিক বাঁক।
মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কটির দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। এই ৩০ কিলোমিটারের মধ্যেই দেড় শতাধিক বাঁক রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোতাহের হোসেন। এতটুকু দৈর্ঘ্যের মধ্যেই এত বেশি বাঁক থাকায় সড়কটিতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। চালকদের একটু অসচেতনতার কারণেই ঘটছে বড় দুর্ঘটনা।
শনিবার সকালে ঢাকাগামী ‘জৈনপুর এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি যে দুর্ঘটনার শিকার হলো, তার জন্যও দায়ী এই মুহূর্তের অসচেতনতা। চালকের অসচেতনতায় বাসটি খাদে পড়ে যায়। কমপক্ষে ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে মোতালেব হোসেন (৪০), কবির হোসেন (৪২), মঞ্জু (৪৮) ও ফাতেমা বেগম (৩৮) জানান, চালকের দায়িত্ব অবহেলার কারণেই এ দুর্ঘটনা হয়েছে।
স্থানীয়রা জানান, সব সময় অসচেতনতাই দুর্ঘটনার কারণ নয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বহু মানুষ আহত হচ্ছে।
এই সড়কে চলাচলকারী যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকেরা দীর্ঘদিন ধরে এতে থাকা অত্যধিক বাঁক নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। স্বল্প দূরত্বে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালকেরা জানান, সড়কটির দাউদকান্দির গৌরীপুর অংশের পেন্নাই থেকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পর্যন্ত অসংখ্য বাঁক রয়েছে। এ বাঁকগুলো মেরামত করা জরুরি। শুধু বাঁক নয়, সড়কটির অবস্থাও বেহাল। এতে জীবনের ঝুঁকি নিয়ে ধীর গতিতে যানবাহন চালাতে হয়।
সড়কটি সংস্কারের বিষয়ে সওজের কুমিল্লা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোতাহের হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের বাঁকগুলো সংস্কারের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই সংস্কার শুরু হবে।’
ঢাকাগামী ‘জৈনপুর এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি মতলব দক্ষিণের নায়েরগাঁও নামক স্থানে আজ শনিবার সকালে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটির ৩৫ যাত্রী গুরুতর আহত হন। এই সড়কে হওয়া নিত্য দুর্ঘটনার তালিকায় এটি সর্বশেষ সংযোজন বলা যায়। মতলব-গৌরীপুর-পেন্নাই সড়ক দুর্ঘটনার জন্য এক বড় ফাঁদ বলা যায়। কারণ এই এক সড়কেই রয়েছে দেড় শতাধিক বাঁক।
মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কটির দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। এই ৩০ কিলোমিটারের মধ্যেই দেড় শতাধিক বাঁক রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোতাহের হোসেন। এতটুকু দৈর্ঘ্যের মধ্যেই এত বেশি বাঁক থাকায় সড়কটিতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। চালকদের একটু অসচেতনতার কারণেই ঘটছে বড় দুর্ঘটনা।
শনিবার সকালে ঢাকাগামী ‘জৈনপুর এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি যে দুর্ঘটনার শিকার হলো, তার জন্যও দায়ী এই মুহূর্তের অসচেতনতা। চালকের অসচেতনতায় বাসটি খাদে পড়ে যায়। কমপক্ষে ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে মোতালেব হোসেন (৪০), কবির হোসেন (৪২), মঞ্জু (৪৮) ও ফাতেমা বেগম (৩৮) জানান, চালকের দায়িত্ব অবহেলার কারণেই এ দুর্ঘটনা হয়েছে।
স্থানীয়রা জানান, সব সময় অসচেতনতাই দুর্ঘটনার কারণ নয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বহু মানুষ আহত হচ্ছে।
এই সড়কে চলাচলকারী যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকেরা দীর্ঘদিন ধরে এতে থাকা অত্যধিক বাঁক নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। স্বল্প দূরত্বে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালকেরা জানান, সড়কটির দাউদকান্দির গৌরীপুর অংশের পেন্নাই থেকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পর্যন্ত অসংখ্য বাঁক রয়েছে। এ বাঁকগুলো মেরামত করা জরুরি। শুধু বাঁক নয়, সড়কটির অবস্থাও বেহাল। এতে জীবনের ঝুঁকি নিয়ে ধীর গতিতে যানবাহন চালাতে হয়।
সড়কটি সংস্কারের বিষয়ে সওজের কুমিল্লা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোতাহের হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের বাঁকগুলো সংস্কারের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই সংস্কার শুরু হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে