চাঁদপুর প্রতিনিধি
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত (দুই মাস) চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ সময় জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকার নিবন্ধিত ৪৪ হাজার জেলে মাছ আহরণ থেকে বিরত থাকবেন।
এর বিপরীতে জাটকা শিকার থেকে বিরত থাকা জেলেদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে খাদ্যসহায়তা হিসেবে ৪০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ইতিমধ্যে গত জানুয়ারি থেকে বরাদ্দকৃত চাল বিতরণ করেছে স্থানীয় মৎস্য অফিস।
চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্র বলছে, জাটকা রক্ষায় পদ্মা ও মেঘনা উপকূলীয় এলাকায় ইতিমধ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি, জেলে নেতা ও জেলেদের এই প্রচারকাজ চালাচ্ছে উপজেলা মৎস্য বিভাগ। জনবহুল এলাকা ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে মৎস্য বিভাগ থেকে সাঁটানো হয়েছে ব্যানার ও পোস্টার। ১ মার্চ সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন তিন নদীর মোহনা মোলহেড থেকে সচেতনতামূলক নৌ-র্যালি বের করা হবে।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর সদরের বিষ্ণুপুর, কল্যাণপুর, তরপুরচণ্ডী আনন্দ বাজার, শহরের বড় স্টেশন টিলাবাড়ী, পুরান বাজার রনাগোয়াল ও দোকানঘর এলাকায় জেলেরা তাঁদের নৌকা ডাঙায় তুলছেন। আবার অনেকে তাঁদের নৌকা এবং নৌকার ইঞ্জিন মেরামত করছেন।
তরপুরচণ্ডী আনন্দ বাজার এলাকার জেলে জাহাঙ্গীর দরজি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার নদীতে অভিযান দিলে আমরা মাছ ধরতে নদীতে নামি না। কিন্তু জেলার বাইরে থেকে অন্য জেলেরা এসে জাটকা ধরে নিয়ে যায়। এটি নিয়ন্ত্রণের দাবি জানাই।’
একই এলাকার মো. হোসেন ফকির নামের আরেক জেলে বলেন, ‘আমার পরিবারে সদস্য সাত জন। সরকারিভাবে খাদ্যসহায়তা হিসেবে যে ৪০ কেজি করে চাল দেয়, তাতে সংসার চলে না। কারণ এ সময় মাছ ধরতে না পারায় আমরা বেকার হয়ে যাই।’
এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘এখানকার জেলেরা বহু বছর ধরে ইলিশ আহরণের কাজে জড়িত। আমার অভিজ্ঞতা বলছে, জেলা টাস্কফোর্সের অভিযানগুলো প্রতি সংস্থার আলাদা হওয়া প্রয়োজন। কারণ নৌ-পুলিশের কিছু অসাধু সদস্য জেলেদের জাটকা ধরার সুযোগ করে দেয়। এসব বিষয়গুলো আমি প্রশাসনকে বেশ কয়েকবার জানিয়েছি।’
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ দিয়ে বাংলাদেশ বিশ্বের অনেক দেশে পরিচিতি লাভ করেছে। এই ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রথমেই জাটকা রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। অভয়াশ্রম এলাকায় আমাদের জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে কাজ করবে।’
গোলাম মেহেদী আরও বলেন, ‘জেলেদের জন্য সরকার যে খাদ্যসহায়তার ব্যবস্থা করেছে, তার মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের খাদ্যসহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে। আশা করছি জেলেরা জাটকা আহরণ থেকে বিরত থাকবেন।’
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত (দুই মাস) চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ সময় জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকার নিবন্ধিত ৪৪ হাজার জেলে মাছ আহরণ থেকে বিরত থাকবেন।
এর বিপরীতে জাটকা শিকার থেকে বিরত থাকা জেলেদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে খাদ্যসহায়তা হিসেবে ৪০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ইতিমধ্যে গত জানুয়ারি থেকে বরাদ্দকৃত চাল বিতরণ করেছে স্থানীয় মৎস্য অফিস।
চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্র বলছে, জাটকা রক্ষায় পদ্মা ও মেঘনা উপকূলীয় এলাকায় ইতিমধ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি, জেলে নেতা ও জেলেদের এই প্রচারকাজ চালাচ্ছে উপজেলা মৎস্য বিভাগ। জনবহুল এলাকা ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে মৎস্য বিভাগ থেকে সাঁটানো হয়েছে ব্যানার ও পোস্টার। ১ মার্চ সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন তিন নদীর মোহনা মোলহেড থেকে সচেতনতামূলক নৌ-র্যালি বের করা হবে।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর সদরের বিষ্ণুপুর, কল্যাণপুর, তরপুরচণ্ডী আনন্দ বাজার, শহরের বড় স্টেশন টিলাবাড়ী, পুরান বাজার রনাগোয়াল ও দোকানঘর এলাকায় জেলেরা তাঁদের নৌকা ডাঙায় তুলছেন। আবার অনেকে তাঁদের নৌকা এবং নৌকার ইঞ্জিন মেরামত করছেন।
তরপুরচণ্ডী আনন্দ বাজার এলাকার জেলে জাহাঙ্গীর দরজি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার নদীতে অভিযান দিলে আমরা মাছ ধরতে নদীতে নামি না। কিন্তু জেলার বাইরে থেকে অন্য জেলেরা এসে জাটকা ধরে নিয়ে যায়। এটি নিয়ন্ত্রণের দাবি জানাই।’
একই এলাকার মো. হোসেন ফকির নামের আরেক জেলে বলেন, ‘আমার পরিবারে সদস্য সাত জন। সরকারিভাবে খাদ্যসহায়তা হিসেবে যে ৪০ কেজি করে চাল দেয়, তাতে সংসার চলে না। কারণ এ সময় মাছ ধরতে না পারায় আমরা বেকার হয়ে যাই।’
এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘এখানকার জেলেরা বহু বছর ধরে ইলিশ আহরণের কাজে জড়িত। আমার অভিজ্ঞতা বলছে, জেলা টাস্কফোর্সের অভিযানগুলো প্রতি সংস্থার আলাদা হওয়া প্রয়োজন। কারণ নৌ-পুলিশের কিছু অসাধু সদস্য জেলেদের জাটকা ধরার সুযোগ করে দেয়। এসব বিষয়গুলো আমি প্রশাসনকে বেশ কয়েকবার জানিয়েছি।’
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ দিয়ে বাংলাদেশ বিশ্বের অনেক দেশে পরিচিতি লাভ করেছে। এই ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রথমেই জাটকা রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। অভয়াশ্রম এলাকায় আমাদের জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে কাজ করবে।’
গোলাম মেহেদী আরও বলেন, ‘জেলেদের জন্য সরকার যে খাদ্যসহায়তার ব্যবস্থা করেছে, তার মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের খাদ্যসহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে। আশা করছি জেলেরা জাটকা আহরণ থেকে বিরত থাকবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে