চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে কোহিনুর বেগম হত্যা মামলায় প্রধান আসামি নাজমা আক্তারসহ দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ রোববার চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভিকটিম শহরের রহমতপুর আবাসিক এলাকার প্রবাসী আব্দুল মান্নান খানের স্ত্রী। দণ্ডপ্রাপ্ত আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ওই এলাকার ভুঁইয়া বাড়ির আলমগীর হোসেন ফারুকের স্ত্রী এবং অপর আসামি রফিক ওরফে (দেন্ধা রফিক) একই বাড়ির আবদুর রশিদের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রণজিৎ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি আদালতে চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের অপরাধ স্বীকার, সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালতে এই রায় দেন। আসামিরা পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন।’
মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রধান আসামি নাজমা আক্তারের কাছ থেকে ভিকটিম কোহিনুর বেগম নগদ পাঁচ লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকা দীর্ঘদিন না পেয়ে ঘটনার দিন ২০১৫ সালের ২২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোহিনুর টাকার জন্য গেলে নাজমা ও সহযোগী রফিক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে ফিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় পরদিন ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে কোহিনুর বেগমের ভাই আবদুল মালেক মোহন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম। তিনি এই ঘটনায় জড়িত আসামি নাজমা আক্তার নয়ন ও রফিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন এবং ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম।
কোহিনুর বেগমের বোন বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বোনকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আদালত যে রায় দিয়েছে, তাতে আমার পরিবার ও বোনের স্বামী–সন্তানরা সন্তুষ্ট।’
চাঁদপুরে কোহিনুর বেগম হত্যা মামলায় প্রধান আসামি নাজমা আক্তারসহ দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ রোববার চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভিকটিম শহরের রহমতপুর আবাসিক এলাকার প্রবাসী আব্দুল মান্নান খানের স্ত্রী। দণ্ডপ্রাপ্ত আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ওই এলাকার ভুঁইয়া বাড়ির আলমগীর হোসেন ফারুকের স্ত্রী এবং অপর আসামি রফিক ওরফে (দেন্ধা রফিক) একই বাড়ির আবদুর রশিদের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রণজিৎ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি আদালতে চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের অপরাধ স্বীকার, সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালতে এই রায় দেন। আসামিরা পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন।’
মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রধান আসামি নাজমা আক্তারের কাছ থেকে ভিকটিম কোহিনুর বেগম নগদ পাঁচ লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকা দীর্ঘদিন না পেয়ে ঘটনার দিন ২০১৫ সালের ২২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোহিনুর টাকার জন্য গেলে নাজমা ও সহযোগী রফিক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে ফিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় পরদিন ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে কোহিনুর বেগমের ভাই আবদুল মালেক মোহন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম। তিনি এই ঘটনায় জড়িত আসামি নাজমা আক্তার নয়ন ও রফিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন এবং ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম।
কোহিনুর বেগমের বোন বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বোনকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আদালত যে রায় দিয়েছে, তাতে আমার পরিবার ও বোনের স্বামী–সন্তানরা সন্তুষ্ট।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে