Ajker Patrika

চাঁদপুরে নকল জর্দা কারখানা সীলগালা, মালিকের কারাদন্ড

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে নকল জর্দা কারখানা সীলগালা, মালিকের কারাদন্ড

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে একটি নকল জর্দা কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক রিপন মিজিকে ৬ মাসের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জর্দা তৈরির উপকরণ জব্দ করা হয়। 

আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। 

পুলিশ জানায়, আজ বেলা ২টার দিকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সকদি পাঁচগাঁও গ্রামের আব্দুল মজিদ মিজি বাড়ীর আজাদ মিয়ার কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির স্টিকার ব্যবহার করে ভেজাল জর্দা তৈরির কারখানা হতে আজাদ হাকিমপুরী জর্দা ৪ বস্তা, আজাদ হাকিম পাতা ৪ বস্তা, আজাদ আকিজ জর্দা ৪ বস্তা, তামাকের গুড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন দুটি, কোটা কাটিং মেশিন ৬টিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রতিনিয়ত নকল, ভেজাল ও মজুদদারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত