চাঁদপুর প্রতিনিধি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।
শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’
নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’
প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।
শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’
নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’
প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে