চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পৌরবাসীর ওপর নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই এই অর্থবছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৮৭ টাকা।
এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা বলেন, ‘পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনর্নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’
এ ছাড়া পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা। পৌরসভার উন্নয়নের জন্য নতুন প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে ২৪ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পৌরবাসীর ওপর নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই এই অর্থবছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৮৭ টাকা।
এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা বলেন, ‘পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনর্নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’
এ ছাড়া পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা। পৌরসভার উন্নয়নের জন্য নতুন প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে ২৪ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে