আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জীবিকার তাগিদে ২০১৬ সালে কাতারে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. সুমন মিয়া (৩৫)। পরিবারের স্বপ্ন পূরণ করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন দেশে। কিন্তু আজ সোমবার বেলা ১১টার দিকে সুমনের মরদেহ দেশে ফিরেছে। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল।’
গত ৭ সেপ্টেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে সরকারি নিয়ম অনুযায়ী সুমনের মরদেহ দেশে আনে পরিবার। সুমন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর দক্ষিণপাড়া মো. মান্নান মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের কাজ শেষ করে পরিবারের বড় ছেলের বিয়ে ধুমধামে দেবেন বলে আশা ছিল মা-বাবার। ছেলের পাত্রী দেখাও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু ফিরল সুমনের মরদেহ!
নিহত সুমনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল! আমার সুমন এসেছে, কিন্তু সুমন কেন কথা বলে না!’ এদিকে সুমনের অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পল্লি চিকিৎসক মো. রতন ভূঁইয়া বলেন, ‘কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অল্পতেই ঝড়ে গেল আমাদের এলাকার এই রেমিট্যান্স যোদ্ধা। কাতারে সে ভালো অবস্থানেই ছিল। পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।’
স্থানীয় ইউপি সদস্য অহিদ ভূঁইয়া বলেন, ‘ছেলেটা অনেক ভদ্র ছিল। পরিবারের বড় ছেলে হিসেবে যেটুকু কষ্ট করা দরকার, তা যথাযথই দায়িত্ব পালন করতে দেখেছি। সুমনের অকালমৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’
জীবিকার তাগিদে ২০১৬ সালে কাতারে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. সুমন মিয়া (৩৫)। পরিবারের স্বপ্ন পূরণ করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন দেশে। কিন্তু আজ সোমবার বেলা ১১টার দিকে সুমনের মরদেহ দেশে ফিরেছে। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল।’
গত ৭ সেপ্টেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে সরকারি নিয়ম অনুযায়ী সুমনের মরদেহ দেশে আনে পরিবার। সুমন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর দক্ষিণপাড়া মো. মান্নান মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের কাজ শেষ করে পরিবারের বড় ছেলের বিয়ে ধুমধামে দেবেন বলে আশা ছিল মা-বাবার। ছেলের পাত্রী দেখাও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু ফিরল সুমনের মরদেহ!
নিহত সুমনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল! আমার সুমন এসেছে, কিন্তু সুমন কেন কথা বলে না!’ এদিকে সুমনের অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পল্লি চিকিৎসক মো. রতন ভূঁইয়া বলেন, ‘কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অল্পতেই ঝড়ে গেল আমাদের এলাকার এই রেমিট্যান্স যোদ্ধা। কাতারে সে ভালো অবস্থানেই ছিল। পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।’
স্থানীয় ইউপি সদস্য অহিদ ভূঁইয়া বলেন, ‘ছেলেটা অনেক ভদ্র ছিল। পরিবারের বড় ছেলে হিসেবে যেটুকু কষ্ট করা দরকার, তা যথাযথই দায়িত্ব পালন করতে দেখেছি। সুমনের অকালমৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫