আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
চতুর্থ ধাপে আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধরখার ইউনিয়নে সফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৯২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। এ ছাড়া মোগড়া ইউনিয়নে আব্দুল মতিন চশমা প্রতীকে ৩ হাজার ৭২৭ ভোট, আখাউড়া উত্তর ইউনিয়নে মো. শাহজাহান টেলিফোন প্রতীকে ২ হাজার ৫১০ ভোট এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জালাল উদ্দিন আনারস প্রতীকে ৩ হাজার ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়নে ৯ হাজার ২২৬ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৮ হাজার ৩৮৮ জন, মোগড়া ইউনিয়নে ২১ হাজার ৬১১ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৯ হাজার ২০৩ জন এবং ধরখার ইউনিয়নে ২৬ হাজার ১০ জন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৭টি কেন্দ্রের ২০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করতে ব্যাপক জননিরাপত্তা দিয়ে মাঠে প্রশাসনের জোরদার ছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিল। উপজেলার ৪৭টি কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
প্রসঙ্গত, এই উপজেলায় কোনো দলীয় মনোনয়নের কথা জানা যায়নি। এ জন্য প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।
চতুর্থ ধাপে আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধরখার ইউনিয়নে সফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৯২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। এ ছাড়া মোগড়া ইউনিয়নে আব্দুল মতিন চশমা প্রতীকে ৩ হাজার ৭২৭ ভোট, আখাউড়া উত্তর ইউনিয়নে মো. শাহজাহান টেলিফোন প্রতীকে ২ হাজার ৫১০ ভোট এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জালাল উদ্দিন আনারস প্রতীকে ৩ হাজার ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়নে ৯ হাজার ২২৬ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৮ হাজার ৩৮৮ জন, মোগড়া ইউনিয়নে ২১ হাজার ৬১১ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৯ হাজার ২০৩ জন এবং ধরখার ইউনিয়নে ২৬ হাজার ১০ জন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৭টি কেন্দ্রের ২০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করতে ব্যাপক জননিরাপত্তা দিয়ে মাঠে প্রশাসনের জোরদার ছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিল। উপজেলার ৪৭টি কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
প্রসঙ্গত, এই উপজেলায় কোনো দলীয় মনোনয়নের কথা জানা যায়নি। এ জন্য প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫