ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেন রুমিন ফারহানা। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় ছাত্রলীগের ধাওয়ার শিকার হন তিনি।
রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, রুমিন ফারহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাইল উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন। পরে রুমিন ফারহানার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড় আসামাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সরাইল ছাত্রলীগের শরিফ উদ্দিন বলেন, ‘রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকায় এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে আমরা তাঁকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তাঁর মিথ্যাচারকে প্রতিহত করা হবে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিসহ ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ ব্যাপারে জানতে রুমিন ফারহানা ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কলা করলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সরাইলে কর্মসূচি শেষে ফেরার পথে আওয়ামী লীগ আমার গাড়িতে হামলা করে’।
তবে সরাইল থানা-পুলিশের দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, ‘আসলে বিষয়টি ধাওয়া নয়। দু’পাশে নেতা কর্মীরা জড়ো হয়েছিল, পুলিশ তাদের সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।’
বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেন রুমিন ফারহানা। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় ছাত্রলীগের ধাওয়ার শিকার হন তিনি।
রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, রুমিন ফারহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাইল উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন। পরে রুমিন ফারহানার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড় আসামাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সরাইল ছাত্রলীগের শরিফ উদ্দিন বলেন, ‘রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকায় এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে আমরা তাঁকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তাঁর মিথ্যাচারকে প্রতিহত করা হবে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিসহ ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ ব্যাপারে জানতে রুমিন ফারহানা ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কলা করলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সরাইলে কর্মসূচি শেষে ফেরার পথে আওয়ামী লীগ আমার গাড়িতে হামলা করে’।
তবে সরাইল থানা-পুলিশের দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, ‘আসলে বিষয়টি ধাওয়া নয়। দু’পাশে নেতা কর্মীরা জড়ো হয়েছিল, পুলিশ তাদের সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে