ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে প্রাণ হারান মাওলানা মাহমুদুল হাসান। গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় তিনি মারা যান। কিন্তু মৃত্যুর ৫২ দিন পর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়। পরে থানা–পুলিশ তাঁর গ্রামের বাড়িতে খোঁজ নিতে গেলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নামে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর বাজার মসজিদের খতিব ছিলেন।
নিহতের চাচা সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আমার ভাতিজা মাওলানা মাহমুদুল হাসান। স্থানীয় এক ইউপি সদস্য আমাকে কয়েক দিন আগে ফোন করে জানান, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে। তা শুনে আমি হতভম্ব! মৃত ব্যক্তির নামে এত দিন পরে মামলা কীভাবে সম্ভব!’
তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ঢাকায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি। উনারা আশ্বস্ত করেছেন বিষয়টি কঠিনভাবে দেখবেন।’
স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, ‘সরাইল থানা থেকে ফোন করে মাহমুদুল হাসানের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। কারণ, জিজ্ঞেস করায় উনি জানালেন, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। শুনে আমি অবাক হলাম। কারণ, ঢাকায় নিহত হওয়ার পর তাঁর লাশ আমাদের গ্রামে দাফন করেছি। এখন তিনি নাকি মামলার আসামি। পরে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানালেন, তাঁর মৃত্যু সনদ নিতে। আমি বিষয়টি তাঁর চাচাকে জানাই।’
এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে একটি অনুসন্ধান স্লিপ এসেছে। যেহেতু অভিযুক্ত মৃত, সেই অনুযায়ী আমরা প্রতিবেদন সেখানে পাঠিয়ে দেব।’
ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে প্রাণ হারান মাওলানা মাহমুদুল হাসান। গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় তিনি মারা যান। কিন্তু মৃত্যুর ৫২ দিন পর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়। পরে থানা–পুলিশ তাঁর গ্রামের বাড়িতে খোঁজ নিতে গেলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নামে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর বাজার মসজিদের খতিব ছিলেন।
নিহতের চাচা সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আমার ভাতিজা মাওলানা মাহমুদুল হাসান। স্থানীয় এক ইউপি সদস্য আমাকে কয়েক দিন আগে ফোন করে জানান, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে। তা শুনে আমি হতভম্ব! মৃত ব্যক্তির নামে এত দিন পরে মামলা কীভাবে সম্ভব!’
তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ঢাকায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি। উনারা আশ্বস্ত করেছেন বিষয়টি কঠিনভাবে দেখবেন।’
স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, ‘সরাইল থানা থেকে ফোন করে মাহমুদুল হাসানের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। কারণ, জিজ্ঞেস করায় উনি জানালেন, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। শুনে আমি অবাক হলাম। কারণ, ঢাকায় নিহত হওয়ার পর তাঁর লাশ আমাদের গ্রামে দাফন করেছি। এখন তিনি নাকি মামলার আসামি। পরে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানালেন, তাঁর মৃত্যু সনদ নিতে। আমি বিষয়টি তাঁর চাচাকে জানাই।’
এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে একটি অনুসন্ধান স্লিপ এসেছে। যেহেতু অভিযুক্ত মৃত, সেই অনুযায়ী আমরা প্রতিবেদন সেখানে পাঠিয়ে দেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫