নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ইভিএমের ভোট গ্রহণ শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুননিছা মেহেরীন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ উপজেলার বাজার এলাকায় অবস্থিত নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মেহেরুননিছা মেহেরীন বলেন, ‘এযাবৎকালের এ পর্যন্ত এই ধরনের এমপি নির্বাচনে এত কম ভোটার কখনই হয়নি। কোনো কেন্দ্রে ৭টা, কোনো কেন্দ্রে ২০টা ভোট পড়েছে। নির্বাচন কমিশন এখানে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করত, তাহলে একটি আমেজ থাকত। ব্রাহ্মণবাড়িয়া-২-ই হতো গণতন্ত্রের অভিযাত্রা, হতো গণতন্ত্রের মূল অভিযাত্রার স্থান। এখান থেকেই শুরু হতো গণতন্ত্রের অভিযাত্রা। এখানে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। জনগণ আবু আসিফের প্রতি তাদের ভালোবাসা বহিঃপ্রকাশ দেখিয়েছে, ভোটকেন্দ্রে না গিয়ে।’
মেহেরুননিছা মেহেরীন বলেন, ‘এত কম ভোটার, এটা ইতিহাসের সাক্ষী। অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ অনুপস্থিত। তাকে যে জনগণ ভালোবাসে, এই ভালোবাসার নীরব বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের ভোটকেন্দ্রে অনুপস্থিতি, তারা ভোটকেন্দ্রে ভোট না দিয়ে। তারা বুঝিয়েছে যে তারা নীরব প্রতিবাদ দেখিয়েছে। আমি সরাইল ও আশুগঞ্জ বাসীকে ধন্যবাদ জানাই। এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’
এই নির্বাচন সুষ্ঠু হয়নি, আপনি একাধিকবার বলেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে কোনো আবেদন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই নির্বাচন এমনিতেই প্রশ্নবিদ্ধ। আমার পক্ষ থেকে আর নতুন করে আবেদন জানাবার কিছুই নেই। ইতিপূর্বে নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচনের আবেদন জানিয়েছি।’
আবু আসিফ নিজে থেকেই আত্মগোপনে থাকতে পারে নির্বাচন কমিশনের এক কর্মকর্তার এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি নিজেও জানেন একটি কতখানি সঠিক। কারণ, আমার স্বামী নিখোঁজ।’
মেহেরুননিছা বলেন, ‘ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন ভোটার, ভোট দিয়েছেন আরেকজন। নির্বাচন কমিশন এটি ধরেছে। তারপরও যেহেতু নির্বাচন বন্ধ হচ্ছে না বা স্থগিত হচ্ছে, তাহলে এখানে নির্বাচন মেনে নেওয়া বা না মেনে নেওয়ার কিছুই নেই। মেনে নেওয়া বা না মেনে নেওয়ার বহিঃপ্রকাশ সকালেই ঘটে গেছে। আইনের আশ্রয় নেবেন কি না, প্রশ্নই উঠে না। যেহেতু আমার স্বামী গতকাল রাত পর্যন্ত ফেরেনি; রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর কাছে আবার আকুল আবেদন তাঁকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।’
কর্মী ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘গিয়েছিলাম ভোট কেন্দ্রে বেলা ১টা দেড়টার দিকে। সকাল ৮টা থেকে আমার কাছে খবর আসতে থাকে যে আমার কর্মী ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তা ছাড়া ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও কম ছিল। আর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার স্বামী নিখোঁজ। নিখোঁজের পর কোনো প্রচারণা ছিল না। এই পর্যন্ত যত কার্যক্রম চালিয়েছেন, সব আমার কর্মীরাই চালিয়েছেন। এজেন্ট পাঠানোর কাজটিও তাঁরাই করেছেন। আর আমি বাসায় নজরবন্দীর মধ্যে ছিলাম। সকাল থেকে যখন শুনছিলাম ভোটকেন্দ্রে গেলেও ওনারা (আওয়ামী লীগের নেতা-কর্মী) বের করে দিচ্ছে। এজেন্টও আসেই নাই। কারণ, আগের দিন রাতেই এজেন্টদের ভয়ভীতি দেখিয়েছে। এজেন্টদের পাওয়া যাচ্ছিল না। যাও দুই-একজন যেতে চেয়েছিল তাদের বের করে দিয়েছে। এটা কি নির্বাচন, আমি বুঝতে পারছিলাম না। সেই কারণে আবু আসিফের সহধর্মিণী হিসেবে দেরি করে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম। সেখানে ভোট দেওয়ার কোনো পরিস্থিতি ও সুষ্ঠু আমেজ নেই। এই অবস্থায় নিজের ভোট না দিয়ে আমি চলে এসেছি।’
উল্লেখ্য, আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ এই স্বতন্ত্র প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ইভিএমের ভোট গ্রহণ শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুননিছা মেহেরীন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ উপজেলার বাজার এলাকায় অবস্থিত নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মেহেরুননিছা মেহেরীন বলেন, ‘এযাবৎকালের এ পর্যন্ত এই ধরনের এমপি নির্বাচনে এত কম ভোটার কখনই হয়নি। কোনো কেন্দ্রে ৭টা, কোনো কেন্দ্রে ২০টা ভোট পড়েছে। নির্বাচন কমিশন এখানে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করত, তাহলে একটি আমেজ থাকত। ব্রাহ্মণবাড়িয়া-২-ই হতো গণতন্ত্রের অভিযাত্রা, হতো গণতন্ত্রের মূল অভিযাত্রার স্থান। এখান থেকেই শুরু হতো গণতন্ত্রের অভিযাত্রা। এখানে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। জনগণ আবু আসিফের প্রতি তাদের ভালোবাসা বহিঃপ্রকাশ দেখিয়েছে, ভোটকেন্দ্রে না গিয়ে।’
মেহেরুননিছা মেহেরীন বলেন, ‘এত কম ভোটার, এটা ইতিহাসের সাক্ষী। অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ অনুপস্থিত। তাকে যে জনগণ ভালোবাসে, এই ভালোবাসার নীরব বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের ভোটকেন্দ্রে অনুপস্থিতি, তারা ভোটকেন্দ্রে ভোট না দিয়ে। তারা বুঝিয়েছে যে তারা নীরব প্রতিবাদ দেখিয়েছে। আমি সরাইল ও আশুগঞ্জ বাসীকে ধন্যবাদ জানাই। এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’
এই নির্বাচন সুষ্ঠু হয়নি, আপনি একাধিকবার বলেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে কোনো আবেদন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই নির্বাচন এমনিতেই প্রশ্নবিদ্ধ। আমার পক্ষ থেকে আর নতুন করে আবেদন জানাবার কিছুই নেই। ইতিপূর্বে নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচনের আবেদন জানিয়েছি।’
আবু আসিফ নিজে থেকেই আত্মগোপনে থাকতে পারে নির্বাচন কমিশনের এক কর্মকর্তার এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি নিজেও জানেন একটি কতখানি সঠিক। কারণ, আমার স্বামী নিখোঁজ।’
মেহেরুননিছা বলেন, ‘ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন ভোটার, ভোট দিয়েছেন আরেকজন। নির্বাচন কমিশন এটি ধরেছে। তারপরও যেহেতু নির্বাচন বন্ধ হচ্ছে না বা স্থগিত হচ্ছে, তাহলে এখানে নির্বাচন মেনে নেওয়া বা না মেনে নেওয়ার কিছুই নেই। মেনে নেওয়া বা না মেনে নেওয়ার বহিঃপ্রকাশ সকালেই ঘটে গেছে। আইনের আশ্রয় নেবেন কি না, প্রশ্নই উঠে না। যেহেতু আমার স্বামী গতকাল রাত পর্যন্ত ফেরেনি; রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর কাছে আবার আকুল আবেদন তাঁকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।’
কর্মী ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘গিয়েছিলাম ভোট কেন্দ্রে বেলা ১টা দেড়টার দিকে। সকাল ৮টা থেকে আমার কাছে খবর আসতে থাকে যে আমার কর্মী ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তা ছাড়া ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও কম ছিল। আর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার স্বামী নিখোঁজ। নিখোঁজের পর কোনো প্রচারণা ছিল না। এই পর্যন্ত যত কার্যক্রম চালিয়েছেন, সব আমার কর্মীরাই চালিয়েছেন। এজেন্ট পাঠানোর কাজটিও তাঁরাই করেছেন। আর আমি বাসায় নজরবন্দীর মধ্যে ছিলাম। সকাল থেকে যখন শুনছিলাম ভোটকেন্দ্রে গেলেও ওনারা (আওয়ামী লীগের নেতা-কর্মী) বের করে দিচ্ছে। এজেন্টও আসেই নাই। কারণ, আগের দিন রাতেই এজেন্টদের ভয়ভীতি দেখিয়েছে। এজেন্টদের পাওয়া যাচ্ছিল না। যাও দুই-একজন যেতে চেয়েছিল তাদের বের করে দিয়েছে। এটা কি নির্বাচন, আমি বুঝতে পারছিলাম না। সেই কারণে আবু আসিফের সহধর্মিণী হিসেবে দেরি করে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম। সেখানে ভোট দেওয়ার কোনো পরিস্থিতি ও সুষ্ঠু আমেজ নেই। এই অবস্থায় নিজের ভোট না দিয়ে আমি চলে এসেছি।’
উল্লেখ্য, আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ এই স্বতন্ত্র প্রার্থী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে