প্রতিনিধি
বগুড়া: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রতিকৃতির সেই ১০০ বিঘা জমির ধান কাটা হচ্ছে। আজ সোমবার এই ধানকাটা উৎসব শুরু হয়।
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস বুকে স্থান করে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় গত ১৬ মার্চ। চীনের রেকর্ড ভেঙে নতুন এ রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমি ইজারা নিয়ে শুরু হয় শস্যচিত্র তৈরির কাজ। এর মধ্যে ১০০ বিঘা জমিতে চীন থেকে আমদানি করা গারো বেগুনী ধান ও দেশি সবুজ হাইব্রিড ধানের শীষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ফুটিয়ে তোলা হয়।
সরেজমিনে দেখা যায়, বালেন্দা গ্রামে শষ্যচিত্রে বঙ্গবন্ধু খেতের একশ বিঘা জমির ধান শীষের ভারে নুয়ে পড়েছে। সপ্তাহখানেক আগেই ধানগুলো কাটার উপযোগী হয়েছে।
আজ ধানকাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
উৎসবে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি।
এই শস্যচিত্রের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান জানান, ধান কাটার পর এই ধান বগুড়ার কাহালু ন্যাশনাল এগ্রিকেয়ার প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে ধানগুলো প্রসেসিং করা হবে। এই ধান পরবর্তীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে বিশাল আয়তনের প্রতিকৃতি তৈরি করা হয়। এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বড় ‘শস্যচিত্র’ হিসেবে গত ১৬ মার্চ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অর্ন্তভুক্ত হয়। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশ প্রতিনিধিরা শস্যচিত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও উচ্চ ফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বগুড়া: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রতিকৃতির সেই ১০০ বিঘা জমির ধান কাটা হচ্ছে। আজ সোমবার এই ধানকাটা উৎসব শুরু হয়।
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস বুকে স্থান করে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় গত ১৬ মার্চ। চীনের রেকর্ড ভেঙে নতুন এ রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমি ইজারা নিয়ে শুরু হয় শস্যচিত্র তৈরির কাজ। এর মধ্যে ১০০ বিঘা জমিতে চীন থেকে আমদানি করা গারো বেগুনী ধান ও দেশি সবুজ হাইব্রিড ধানের শীষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ফুটিয়ে তোলা হয়।
সরেজমিনে দেখা যায়, বালেন্দা গ্রামে শষ্যচিত্রে বঙ্গবন্ধু খেতের একশ বিঘা জমির ধান শীষের ভারে নুয়ে পড়েছে। সপ্তাহখানেক আগেই ধানগুলো কাটার উপযোগী হয়েছে।
আজ ধানকাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
উৎসবে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি।
এই শস্যচিত্রের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান জানান, ধান কাটার পর এই ধান বগুড়ার কাহালু ন্যাশনাল এগ্রিকেয়ার প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে ধানগুলো প্রসেসিং করা হবে। এই ধান পরবর্তীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে বিশাল আয়তনের প্রতিকৃতি তৈরি করা হয়। এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বড় ‘শস্যচিত্র’ হিসেবে গত ১৬ মার্চ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অর্ন্তভুক্ত হয়। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশ প্রতিনিধিরা শস্যচিত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও উচ্চ ফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫