বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫