বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর থানায় মারপিটের অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পিলু মন্ডল (৩৭)। তিনি শহরের খান্দার বিলের পশ্চিমপাড় এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় এক হাত হারানো পিলু মণ্ডল খান্দার থ্রিস্টার মোড়ে ‘গোস্ত সমিতি’ নামের ব্যবসা পরিচালনা করেন।
পিলু মণ্ডল অভিযোগ করেন, তাঁর ব্যবসার জন্য থ্রিস্টার মোড়ে একটি দোকান আছে। মাঝে মাঝেই এলাকার কিছু বখাটে ও সন্ত্রাসী তার সেই দোকানে গিয়ে টাকা পয়সা দাবি করে। তাদের দাবি পূরণ না করলেই মারপিটসহ হুমকি দেয়। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ অন্তত ৯ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর দোকানে যায়। তাদের সঙ্গে কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করায় এলাকার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলে। তিনি তাঁর ছোট ভাই মুকুটের মোটরসাইকেলে থানায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের মধ্যে তিনজন তাঁদের পিছু নেয়। থানায় পৌঁছে বিষয়টি ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে পুলিশ বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে তার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিদায় করে বলে জানান তিনি।
থানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই তাঁদের অনুসরণ করা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে ইয়াকুবিয়া মোড়ে চলন্ত মোটরসাইকেলেই তাঁর (পিলু) কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে।
পিলু বলেন, সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সন্ত্রাসীদের মধ্যে তরু নামের একজন তার ছোট ভাইয়ের মোবাইলে ফোনে কলে দেয়। ফোনে সে হুমকি দেয় তার ভাইকে থানায় নিয়ে গিয়ে কোনো অভিযোগ করলে তাকে (ছোট ভাই) কুপিয়ে হত্যা করবে।
এক দফা মারপিট করার পর দ্বিতীয় দফা ছুরিকাঘাত করার বিষয়টি তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো অভিযোগই থানায় মামলা হিসেবে গ্রহণ বা হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পিলু মন্ডলের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
বগুড়া সদর থানায় মারপিটের অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পিলু মন্ডল (৩৭)। তিনি শহরের খান্দার বিলের পশ্চিমপাড় এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় এক হাত হারানো পিলু মণ্ডল খান্দার থ্রিস্টার মোড়ে ‘গোস্ত সমিতি’ নামের ব্যবসা পরিচালনা করেন।
পিলু মণ্ডল অভিযোগ করেন, তাঁর ব্যবসার জন্য থ্রিস্টার মোড়ে একটি দোকান আছে। মাঝে মাঝেই এলাকার কিছু বখাটে ও সন্ত্রাসী তার সেই দোকানে গিয়ে টাকা পয়সা দাবি করে। তাদের দাবি পূরণ না করলেই মারপিটসহ হুমকি দেয়। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ অন্তত ৯ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর দোকানে যায়। তাদের সঙ্গে কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করায় এলাকার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলে। তিনি তাঁর ছোট ভাই মুকুটের মোটরসাইকেলে থানায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের মধ্যে তিনজন তাঁদের পিছু নেয়। থানায় পৌঁছে বিষয়টি ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে পুলিশ বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে তার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিদায় করে বলে জানান তিনি।
থানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই তাঁদের অনুসরণ করা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে ইয়াকুবিয়া মোড়ে চলন্ত মোটরসাইকেলেই তাঁর (পিলু) কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে।
পিলু বলেন, সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সন্ত্রাসীদের মধ্যে তরু নামের একজন তার ছোট ভাইয়ের মোবাইলে ফোনে কলে দেয়। ফোনে সে হুমকি দেয় তার ভাইকে থানায় নিয়ে গিয়ে কোনো অভিযোগ করলে তাকে (ছোট ভাই) কুপিয়ে হত্যা করবে।
এক দফা মারপিট করার পর দ্বিতীয় দফা ছুরিকাঘাত করার বিষয়টি তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো অভিযোগই থানায় মামলা হিসেবে গ্রহণ বা হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পিলু মন্ডলের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫