বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুলনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাঁরা ছুরিকাঘাতের শিকার হন।
আহতরা হলেন ছাত্রলীগের নেতা শুভ, তাঁর কর্মী আকাশ, হৃদয় ও আমির। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকার স্থানীয় রাস্তায় কলেজ ছাত্রলীগের নেতা শুভর কয়েকজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবক দুই মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরে যেতে বলেন। কারণ ছাত্রলীগের কর্মীরা এমনভাবে বসে ছিলেন যে ওদিক দিয়ে মোটরসাইকেল পার হতো না।
কিন্তু রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ওই যুবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন যুবককে ডেকে নেন। ছাত্রলীগের কর্মীরাও তাঁদের নেতা শুভকে ডেকে নেন। শুভ ওই সময় ১৫ জনের মতো কর্মী নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই সময় শুভসহ তাঁর তিন অনুসারী ছুরিকাহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতের শজিমেক হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা।
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে হবে। তা না হলে কলেজ ছাত্রলীগ নিজেদের দাবি আদায় করে নিতে জানে।’
এ বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। আর ছুরিকাঘাতের ঘটনায় এখানে মামলা দায়ের হয়নি।’
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুলনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাঁরা ছুরিকাঘাতের শিকার হন।
আহতরা হলেন ছাত্রলীগের নেতা শুভ, তাঁর কর্মী আকাশ, হৃদয় ও আমির। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকার স্থানীয় রাস্তায় কলেজ ছাত্রলীগের নেতা শুভর কয়েকজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবক দুই মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরে যেতে বলেন। কারণ ছাত্রলীগের কর্মীরা এমনভাবে বসে ছিলেন যে ওদিক দিয়ে মোটরসাইকেল পার হতো না।
কিন্তু রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ওই যুবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন যুবককে ডেকে নেন। ছাত্রলীগের কর্মীরাও তাঁদের নেতা শুভকে ডেকে নেন। শুভ ওই সময় ১৫ জনের মতো কর্মী নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই সময় শুভসহ তাঁর তিন অনুসারী ছুরিকাহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতের শজিমেক হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা।
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে হবে। তা না হলে কলেজ ছাত্রলীগ নিজেদের দাবি আদায় করে নিতে জানে।’
এ বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। আর ছুরিকাঘাতের ঘটনায় এখানে মামলা দায়ের হয়নি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে