বগুড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জের ধরে বগুড়ার গাবতলীতে গতকাল দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ করেছে বিএনপি। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এই সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা পরস্পরকে দায়ী করেছেন। আওয়ামী লীগের নেতা- কর্মীরা বলছেন, তাঁদের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায় বিএনপি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলা হয়। এরপরই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলছেন, গত শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন । তিনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এর প্রতিবাদে গত শনিবার সকালে গাবতলী মহিলা লীগ বিক্ষোভ মিছিল বের করে। বিকেলে সুরাইয়া জেরিন রনির কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ। এ নিয়ে গাবতলী থানায় সাধারণ ডায়েরিও করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান। গতকাল সেই একই কারণে বিক্ষোভ মিছিলের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁদের মিছিলটি মডেল থানা অতিক্রম করার সময়ই শুরু হয় সংঘর্ষ। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণসহ রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু বলেন, বিএনপির নেত্রী সুরাইয়া জেরিনের বক্তব্যের প্রতিবাদে রোববার পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল তাঁদের। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের মিছিলটি থানা মোড় অতিক্রম করার সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা লাঠিসোঁটা নিয়েও হামলা চালান। তিনি বলেন, গাবতলী মডেল থানার পাশেই বিএনপির নেতা মোরশেদ মিল্টনের বাড়ি। তাঁর বাড়ি থেকেই মিছিলে হামলা হয়। এতে সাতজন নেতা-কর্মী আহত হন।
গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি মো. ফজলুল বারী খোকন বলেন, সংঘর্ষের সময় থানা মোড় এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। তবে সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রনি মিয়া নামের এক মোবাইল বিক্রেতার দোকানের তালা ভেঙে ভাঙচুর ও লুটপাট করেন। ওই দোকান থেকে নতুন মুঠোফোনসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করা হয়। সব মিলিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে। রনি মিয়া মোবাইল বিক্রির পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্টও।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের হামলার পর বিএনপির নেতা-কর্মীরা যখন একত্র হচ্ছিলেন, তখনই পুলিশ গুলি করে। এতে অনেকে আহত হন। বিএনপির নেতা এনামুল হক দাবি করেন, গুলিতে তাঁদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জে সংঘর্ষ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এ সময় উপজেলা তাঁতীদল সভাপতি মানিক মিয়াসহ (৫৫) তিনজন আটক হন। এ ঘটনার পর চুনারুঘাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ছাত্রদলের কর্মীরা মারমুখী আচরণ করলে পুলিশ বাধা দেয়, এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন।
প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জের ধরে বগুড়ার গাবতলীতে গতকাল দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ করেছে বিএনপি। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এই সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা পরস্পরকে দায়ী করেছেন। আওয়ামী লীগের নেতা- কর্মীরা বলছেন, তাঁদের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায় বিএনপি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলা হয়। এরপরই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলছেন, গত শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন । তিনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এর প্রতিবাদে গত শনিবার সকালে গাবতলী মহিলা লীগ বিক্ষোভ মিছিল বের করে। বিকেলে সুরাইয়া জেরিন রনির কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ। এ নিয়ে গাবতলী থানায় সাধারণ ডায়েরিও করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান। গতকাল সেই একই কারণে বিক্ষোভ মিছিলের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁদের মিছিলটি মডেল থানা অতিক্রম করার সময়ই শুরু হয় সংঘর্ষ। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণসহ রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু বলেন, বিএনপির নেত্রী সুরাইয়া জেরিনের বক্তব্যের প্রতিবাদে রোববার পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল তাঁদের। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের মিছিলটি থানা মোড় অতিক্রম করার সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা লাঠিসোঁটা নিয়েও হামলা চালান। তিনি বলেন, গাবতলী মডেল থানার পাশেই বিএনপির নেতা মোরশেদ মিল্টনের বাড়ি। তাঁর বাড়ি থেকেই মিছিলে হামলা হয়। এতে সাতজন নেতা-কর্মী আহত হন।
গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি মো. ফজলুল বারী খোকন বলেন, সংঘর্ষের সময় থানা মোড় এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। তবে সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রনি মিয়া নামের এক মোবাইল বিক্রেতার দোকানের তালা ভেঙে ভাঙচুর ও লুটপাট করেন। ওই দোকান থেকে নতুন মুঠোফোনসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করা হয়। সব মিলিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে। রনি মিয়া মোবাইল বিক্রির পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্টও।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের হামলার পর বিএনপির নেতা-কর্মীরা যখন একত্র হচ্ছিলেন, তখনই পুলিশ গুলি করে। এতে অনেকে আহত হন। বিএনপির নেতা এনামুল হক দাবি করেন, গুলিতে তাঁদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জে সংঘর্ষ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এ সময় উপজেলা তাঁতীদল সভাপতি মানিক মিয়াসহ (৫৫) তিনজন আটক হন। এ ঘটনার পর চুনারুঘাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ছাত্রদলের কর্মীরা মারমুখী আচরণ করলে পুলিশ বাধা দেয়, এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫