শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংযোগ ব্যবহারকারীর হামলায় আব্দুল হান্নান (৩২) নামের একজন পল্লী বিদ্যুতের অফিস সহায়ক নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে আহত হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ পাঁচজন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) শিবগঞ্জের পিরব উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়ের পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান বগুড়া পল্লী বিদ্যুৎ অফিস-১ এর পিরব উপকেন্দ্রের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—আটমুল ভাইয়ের পুকুর পরনন্দপুর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ (৫০), সাইদের ছেলে সোহেল রানা (২৩), বড়বেলঘড়িয়া এলাকার ইমারউদ্দীনের ছেলে ইমরান কাজী (৩২), চন্দনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে আতাউর (৩০) এবং একই এলাকার খাজা বাহাউদ্দিনের বাবর আলী (৩০)।
এদিকে আহতরা হলেন-পল্লী বিদ্যুৎ সমিতির একই কার্যালয়ের মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান এবং চারজন লাইনম্যান পিন্টু প্রামাণিক, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন এবং আজিজুল হক।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ভাইয়ের পুকুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ ও আব্দুল হালিম আবাসিক সংযোগ নেন। সেই বিদ্যুৎ সংযোগ থেকে তাঁরা বাণিজ্যিকভাবে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সংবাদ পেয়ে গতকাল শুক্রবার রাত ১১টায় পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রকিবুজ্জামানের নেতৃত্বে একটি টিম অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে যান। এ সময় সাইদ ও তাঁর সহযোগীরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এ সময় অফিস সহকারী আব্দুল হান্নান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় এজিএমসহ পুরো টিমকে অবরুদ্ধ করে রাখে অভিযুক্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) শিবগঞ্জের পিরব উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান বলেন, ‘বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে আসছি। শুক্রবার রাতে ভাইয়ের পুকুর এলাকায় সাখাওয়াতের বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাঁরা সংঘবদ্ধভাবে আমাদের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় তাঁদের হামলায় আমাদের এক কর্মচারী নিহত ও ৫ জন আহত হয়েছেন।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘অভিযুক্ত আবু সাইদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংযোগ ব্যবহারকারীর হামলায় আব্দুল হান্নান (৩২) নামের একজন পল্লী বিদ্যুতের অফিস সহায়ক নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে আহত হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ পাঁচজন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) শিবগঞ্জের পিরব উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়ের পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান বগুড়া পল্লী বিদ্যুৎ অফিস-১ এর পিরব উপকেন্দ্রের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—আটমুল ভাইয়ের পুকুর পরনন্দপুর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ (৫০), সাইদের ছেলে সোহেল রানা (২৩), বড়বেলঘড়িয়া এলাকার ইমারউদ্দীনের ছেলে ইমরান কাজী (৩২), চন্দনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে আতাউর (৩০) এবং একই এলাকার খাজা বাহাউদ্দিনের বাবর আলী (৩০)।
এদিকে আহতরা হলেন-পল্লী বিদ্যুৎ সমিতির একই কার্যালয়ের মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান এবং চারজন লাইনম্যান পিন্টু প্রামাণিক, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন এবং আজিজুল হক।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ভাইয়ের পুকুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ ও আব্দুল হালিম আবাসিক সংযোগ নেন। সেই বিদ্যুৎ সংযোগ থেকে তাঁরা বাণিজ্যিকভাবে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সংবাদ পেয়ে গতকাল শুক্রবার রাত ১১টায় পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রকিবুজ্জামানের নেতৃত্বে একটি টিম অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে যান। এ সময় সাইদ ও তাঁর সহযোগীরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এ সময় অফিস সহকারী আব্দুল হান্নান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় এজিএমসহ পুরো টিমকে অবরুদ্ধ করে রাখে অভিযুক্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) শিবগঞ্জের পিরব উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান বলেন, ‘বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে আসছি। শুক্রবার রাতে ভাইয়ের পুকুর এলাকায় সাখাওয়াতের বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাঁরা সংঘবদ্ধভাবে আমাদের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় তাঁদের হামলায় আমাদের এক কর্মচারী নিহত ও ৫ জন আহত হয়েছেন।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘অভিযুক্ত আবু সাইদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫