আদমদীঘি ও বগুড়া প্রতিনিধি
বাতাসে ভাসছে পোড়া লাশের গন্ধ। আর আহাজারিতে প্রকম্পিত হচ্ছে চারপাশ। কেউ খুঁজছে স্বামীকে, কেউ বাবাকে, কেউ আদরের ছেলেকে। তাঁদের গগনবিদারী চিৎকারে ভারী হয়ে উঠছে সান্তাহার শহরতলির বাতাস।
এই শহরে সম্প্রতি গড়ে উঠেছে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাসের কারখানা বিআইআরএস প্লাস্টিক ফ্যাক্টরি।
ফ্যাক্টরির নানা পদে কর্মরত আছেন ৭২ জন কর্মচারী। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পাশাপাশি সহকারী শ্রমিক হিসেবে কিশোররাও কাজ করে এই কারখানায়। তাদেরই একজন দোগাছি মহল্লার নজরুল ইসলামের ছেলে সজিব (১২)। অন্যান্য দিনের মতো এই কিশোরও আজ সকালে কাজে আসে। কিন্তু বাড়ি ফেরা হলো তার।
কারখানার পাশে বসে আহাজারি করছেন তার মা। মায়ের ভয়, হয়তো পুড়ে যাওয়া পাঁচটি লাশের একটি তাঁর ছেলের। কিন্তু চেনার উপায় নেই। কারণ, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে লাশগুলো।
আহাজারি করছে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার আব্দুল খালেক (৪৫), শহর কোলের সান্দিড়া গ্রামের শাহজাহানের (৩০) স্বজনেরাও। কারণ, অগ্নিকাণ্ডের পরে নিখোঁজ হয়েছেন এই দুই শ্রমিক।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শহরের বিআইআরএস প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিক অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় মেলেনি। আগুনে ওই কারখানার সব প্লাস্টিক পণ্য ও মালামাল পুড়ে গেছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়েছে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।
শ্রমিকেরা জানান, এদিন বেলা সাড়ে ১১টায় সময় ফ্যাক্টরির একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা আর্তচিৎকার শুরু করে কারখানার বাইরে দৌড়ে বের হতে থাকেন। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পাশের নওগাঁ জেলা ও বগুড়া সদর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাতে থাকে। ফায়ার সার্ভিসের বগুড়া ও নওগাঁর মোট ১২ ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কারখানার দেয়াল ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ভেতর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচটি লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে স্বজন হারানোদের আহাজারি করতে দেখা যায়।
নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শফিউল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ওই কারখানাটি চারজনের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছে। তারা হলেন ব্যবসায়ী সোহেল রানা, জিয়াউর হক নাসিম, ইসমাইল হোসেন, এবং সান্তাহার পৌর মেয়র সাবেক বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু।
পৌর মেয়র ভুট্টু বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়সহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের অবহেলা বা কারও কোনো দায় থাকলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাঁদের ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাতাসে ভাসছে পোড়া লাশের গন্ধ। আর আহাজারিতে প্রকম্পিত হচ্ছে চারপাশ। কেউ খুঁজছে স্বামীকে, কেউ বাবাকে, কেউ আদরের ছেলেকে। তাঁদের গগনবিদারী চিৎকারে ভারী হয়ে উঠছে সান্তাহার শহরতলির বাতাস।
এই শহরে সম্প্রতি গড়ে উঠেছে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাসের কারখানা বিআইআরএস প্লাস্টিক ফ্যাক্টরি।
ফ্যাক্টরির নানা পদে কর্মরত আছেন ৭২ জন কর্মচারী। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পাশাপাশি সহকারী শ্রমিক হিসেবে কিশোররাও কাজ করে এই কারখানায়। তাদেরই একজন দোগাছি মহল্লার নজরুল ইসলামের ছেলে সজিব (১২)। অন্যান্য দিনের মতো এই কিশোরও আজ সকালে কাজে আসে। কিন্তু বাড়ি ফেরা হলো তার।
কারখানার পাশে বসে আহাজারি করছেন তার মা। মায়ের ভয়, হয়তো পুড়ে যাওয়া পাঁচটি লাশের একটি তাঁর ছেলের। কিন্তু চেনার উপায় নেই। কারণ, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে লাশগুলো।
আহাজারি করছে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার আব্দুল খালেক (৪৫), শহর কোলের সান্দিড়া গ্রামের শাহজাহানের (৩০) স্বজনেরাও। কারণ, অগ্নিকাণ্ডের পরে নিখোঁজ হয়েছেন এই দুই শ্রমিক।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শহরের বিআইআরএস প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিক অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় মেলেনি। আগুনে ওই কারখানার সব প্লাস্টিক পণ্য ও মালামাল পুড়ে গেছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়েছে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।
শ্রমিকেরা জানান, এদিন বেলা সাড়ে ১১টায় সময় ফ্যাক্টরির একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা আর্তচিৎকার শুরু করে কারখানার বাইরে দৌড়ে বের হতে থাকেন। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পাশের নওগাঁ জেলা ও বগুড়া সদর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাতে থাকে। ফায়ার সার্ভিসের বগুড়া ও নওগাঁর মোট ১২ ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কারখানার দেয়াল ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ভেতর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচটি লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে স্বজন হারানোদের আহাজারি করতে দেখা যায়।
নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শফিউল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ওই কারখানাটি চারজনের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছে। তারা হলেন ব্যবসায়ী সোহেল রানা, জিয়াউর হক নাসিম, ইসমাইল হোসেন, এবং সান্তাহার পৌর মেয়র সাবেক বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু।
পৌর মেয়র ভুট্টু বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়সহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের অবহেলা বা কারও কোনো দায় থাকলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাঁদের ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫