শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। কর্মসূচি শেষে মহাস্থান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ে স্মারকলিপি দেন তাঁরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার মহাস্থান বাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে হাজারো ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে মহাস্থানগড় এলাকার সব প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সাধারণ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে আসতে চটকদার অফার দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। রিচার্জ করলে দ্রুত শেষ হয়ে যাচ্ছে না। এই মিটার তাঁরা চান না।
বক্তারা বলেন, এখন বাজারে মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। সেখানে টাকা খেকো ‘জাদুর প্রি-পেইড মিটার’ দিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়েছে নেসকো। এই মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহক-ভোগান্তি ছাড়া কিছু নেই।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকেরা নেসকো অফিস ঘেরাও করেন এবং মহাস্থান-শিবগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পরে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নেসকোকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন—রায়নগর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল মণ্ডল, সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক, ফুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, খাইরুল ইসলাম পলাশ, মামুর রশীদ মামুন প্রমুখ।
বগুড়ার শিবগঞ্জে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। কর্মসূচি শেষে মহাস্থান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ে স্মারকলিপি দেন তাঁরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার মহাস্থান বাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে হাজারো ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে মহাস্থানগড় এলাকার সব প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সাধারণ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে আসতে চটকদার অফার দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। রিচার্জ করলে দ্রুত শেষ হয়ে যাচ্ছে না। এই মিটার তাঁরা চান না।
বক্তারা বলেন, এখন বাজারে মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। সেখানে টাকা খেকো ‘জাদুর প্রি-পেইড মিটার’ দিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়েছে নেসকো। এই মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহক-ভোগান্তি ছাড়া কিছু নেই।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকেরা নেসকো অফিস ঘেরাও করেন এবং মহাস্থান-শিবগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পরে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নেসকোকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন—রায়নগর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল মণ্ডল, সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক, ফুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, খাইরুল ইসলাম পলাশ, মামুর রশীদ মামুন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫