Ajker Patrika

বগুড়ায় করোনায় আরও ৮ মৃত্যু   

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় করোনায় আরও ৮ মৃত্যু   

বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত  বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হন আরো ৭৩ জন।

মৃতদের মধ্যে তিনজন করোনায় ও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার বেলা ১২ টায়  জেলা ডেপুটি  সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব জানিয়েছেন। 

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৪২৬টি নমনুা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছেন ৭৩ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ১৩ শতাংশ।
 
ডা. তুহিন বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৫৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫২ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, জেলায় মোট মৃত্যু সংখ্যা এখন ৬৬৩। মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬০৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই তালিকায়  উপসর্গ নিয়ে মৃতরা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত