Ajker Patrika

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া সদর
বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন তথ্যগুলো নিশ্চিত করেন। 

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৫০২টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১২ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ। 

ডা. তুহিন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৮১২ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫৬ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন অন্য জেলার বাসিন্দা। তাঁরা বগুড়ায় চিকিৎসাধীন ছিলেন। 

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত বগুড়ায় মোট মৃত্যু হয়েছে ৫৪২ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত