বগুড়া প্রতিনিধি
বগুড়াবাসীর আন্দোলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও শহীদ চান্দু স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে গ্রহণ করার ঘোষণা দিয়েছে।
আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের দায়িত্ব বুঝে নেবে ক্রিকেট বোর্ড। দীর্ঘ এক মাস আলোচনার পর আজ শনিবার বিসিবির সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সমন্বয় সভায় বিষয়টি চূড়ান্ত হয়। শহীদ চান্দু স্টেডিয়ামের দায়িত্ব নতুন করে বুঝে নেওয়ার পাশাপাশি বগুড়ায় আরেকটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরিরও ঘোষণা দিয়েছে বিসিবি।
গত ২ মার্চ শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সকল মালামাল এবং কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় ফিরিয়ে নেয় বিসিবি। এরপর থেকেই ভেন্যুর দাবিতে আন্দোলন শুরু করেন বগুড়ার সর্বস্তরের মানুষ। বিক্ষোভ, মানববন্ধন, গণস্বাক্ষর ও অনশনের মাধ্যমে মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে বিষয়টি নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদে একাধিকবার কথা বলেন। সেই সঙ্গে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বিসিবিকে পুনরায় বগুড়ায় ফেরাতে তৎপরতা শুরু করেন।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, রোববার থেকেই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নিচ্ছে বিসিবি। প্রত্যাহার করা সকল মালামাল ঢাকা থেকে বগুড়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রোববারই সেগুলো পৌঁছে যাবে। সেই সঙ্গে প্রত্যাহার করা সকল জনবলকে পুনর্বহাল করা হয়েছে। রাজশাহী এবং রংপুরে বদলি করা সকল জনবল বগুড়ায় ফিরতে শুরু করেছে। রোববার থেকে তারা শহীদ চান্দু স্টেডিয়ামে দায়িত্ব পালন শুরু করবে। শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট তদারকির দায়িত্বে থাকা বিসিবির সহকারী কিউরেটর হুমায়ন কবির জানান, দীর্ঘ এক মাস পরিচর্যা না করায় স্টেডিয়ামের আউটফিল্ড এবং পিচের বেশ ক্ষতি হয়েছে। এক সপ্তাহ কঠোর পরিচর্যা করলে মাঠ এবং পিচ আগের অবস্থায় ফিরবে বলে তিনি আশাবাদী।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বগুড়ার সর্বস্তরের মানুষ। বিশেষ করে ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবলিম্বে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুল ইসলাম তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকল। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব মো. জাহিদ আহসান রাসেল, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জনাব নাজমুল হাসান পাপন, বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি। অশেষ ধন্যবাদ বন্ধু আবু নাছের ভূঁইয়া, মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে (বর্তমান জেলা প্রশাসক, নাটোর) এবং জনাব আলমগীর হোসেন, বিসিবির প্রেসিডেন্ট এর সহকারী একান্ত সচিবসহ এন এস সি ও বিসিবির ও ডি এস এ’র সকল নেতৃবৃন্দকে। সর্বোপরি বগুড়া-৬ এর মাননীয় সংসদ সদস্যসহ বগুড়ার ক্রীড়া প্রেমী সুশীল সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের প্রতি জেলা প্রশাসন বগুড়ার পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, ২০০৬ সালের পর দেশের অন্যতম সেরা এই স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি বিসিবি। একপর্যায়ে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতিও বাতিল করে আইসিসি।
আরও পড়ুন:
বগুড়াবাসীর আন্দোলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও শহীদ চান্দু স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে গ্রহণ করার ঘোষণা দিয়েছে।
আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের দায়িত্ব বুঝে নেবে ক্রিকেট বোর্ড। দীর্ঘ এক মাস আলোচনার পর আজ শনিবার বিসিবির সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সমন্বয় সভায় বিষয়টি চূড়ান্ত হয়। শহীদ চান্দু স্টেডিয়ামের দায়িত্ব নতুন করে বুঝে নেওয়ার পাশাপাশি বগুড়ায় আরেকটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরিরও ঘোষণা দিয়েছে বিসিবি।
গত ২ মার্চ শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সকল মালামাল এবং কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় ফিরিয়ে নেয় বিসিবি। এরপর থেকেই ভেন্যুর দাবিতে আন্দোলন শুরু করেন বগুড়ার সর্বস্তরের মানুষ। বিক্ষোভ, মানববন্ধন, গণস্বাক্ষর ও অনশনের মাধ্যমে মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে বিষয়টি নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদে একাধিকবার কথা বলেন। সেই সঙ্গে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বিসিবিকে পুনরায় বগুড়ায় ফেরাতে তৎপরতা শুরু করেন।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, রোববার থেকেই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নিচ্ছে বিসিবি। প্রত্যাহার করা সকল মালামাল ঢাকা থেকে বগুড়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রোববারই সেগুলো পৌঁছে যাবে। সেই সঙ্গে প্রত্যাহার করা সকল জনবলকে পুনর্বহাল করা হয়েছে। রাজশাহী এবং রংপুরে বদলি করা সকল জনবল বগুড়ায় ফিরতে শুরু করেছে। রোববার থেকে তারা শহীদ চান্দু স্টেডিয়ামে দায়িত্ব পালন শুরু করবে। শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট তদারকির দায়িত্বে থাকা বিসিবির সহকারী কিউরেটর হুমায়ন কবির জানান, দীর্ঘ এক মাস পরিচর্যা না করায় স্টেডিয়ামের আউটফিল্ড এবং পিচের বেশ ক্ষতি হয়েছে। এক সপ্তাহ কঠোর পরিচর্যা করলে মাঠ এবং পিচ আগের অবস্থায় ফিরবে বলে তিনি আশাবাদী।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বগুড়ার সর্বস্তরের মানুষ। বিশেষ করে ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবলিম্বে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুল ইসলাম তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকল। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব মো. জাহিদ আহসান রাসেল, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জনাব নাজমুল হাসান পাপন, বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি। অশেষ ধন্যবাদ বন্ধু আবু নাছের ভূঁইয়া, মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে (বর্তমান জেলা প্রশাসক, নাটোর) এবং জনাব আলমগীর হোসেন, বিসিবির প্রেসিডেন্ট এর সহকারী একান্ত সচিবসহ এন এস সি ও বিসিবির ও ডি এস এ’র সকল নেতৃবৃন্দকে। সর্বোপরি বগুড়া-৬ এর মাননীয় সংসদ সদস্যসহ বগুড়ার ক্রীড়া প্রেমী সুশীল সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের প্রতি জেলা প্রশাসন বগুড়ার পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, ২০০৬ সালের পর দেশের অন্যতম সেরা এই স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি বিসিবি। একপর্যায়ে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতিও বাতিল করে আইসিসি।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে