Ajker Patrika

আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না শাহাজাহান

বগুড়া প্রতিনিধি
আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না শাহাজাহান

বগুড়া সোনাতলা পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। এ নিয়ে উপজেলাবাসীর মধ্যে যেমন উদ্দীপনা দেখা গেছে তেমনি আছে বিড়ম্বনার নজিরও। 

উপজেলার ৫৯ বছর বয়সী শাহাজাহান মন্ডল আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে সকাল ১০টা ও ১১টার দিকে দুই দফায় ফিরে যান তিনি। পরে দুপুর ২টার দিকে ভোট দেওয়ার জন্য আবারও এসে লাইনে দাঁড়ান শাহাজাহান। 

শাজাহান পৌরসভার কানুপুর গ্রামের মৃত কলিক উদ্দিন মন্ডলের ছেলে। পেশায় তিনি কৃষক। দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘সকালে দুইবার আসছিলাম ভোট দিতে। তবে আঙুলের ছাপ মেশিনে মেলেনি। এ জন্য ভোটও দিতে পারিনি। আবারও আসছি ভোট দিতে দেখি কি হয়।’ 

কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান বলেন, ‘অনেক সময় বয়স্ক ব্যক্তিদের ইভিএমে আঙুলের ছাপ পেতে সমস্যা হয়। আমরা চেষ্টা করব উনি যেন ভোট দিতে পারেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত