প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির রহমান অর্জন করেছেন প্রথম স্থান। আর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন সদর থানার কর্মকর্তা মো. সেলিম রেজা।
গতকাল বুধবার জেলা পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের পুরস্কৃত করা হয়।
সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদকে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ভূষিত করা হয়। শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হয়েছেন সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।
এই কর্মকর্তাসহ ১২ ক্যাটাগরিতে মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাদের মাসিক কল্যাণ সভাতে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক অফিসার হয়েছেন শাজাহানপুর থানার এসআই জেবুন নেছা। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মো. সোলায়মান আলী, মো. রাজু কামাল, কাজী মো. নজরুল ও শামীম আহমেদ এই চার এসআইকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।
মাসিক পর্যালোচনায় বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কার দেওয়া হয়। সভায় পাঁচজন কনস্টেবলকে অবসর সম্মাননা জানানো হয়।
মাসিক এই সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি পুলিশ মহাপরিদর্শকের পাঁচটি লক্ষ্য-দুর্নীতিমুক্ত পুলিশ, মাদকমুক্ত পুলিশ, হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পুলিশের কল্যাণ নিশ্চিত করা ও বিট পুলিশিং এই লক্ষ্যসমূহকে সামনে রেখে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ ও ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
বগুড়ায় শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির রহমান অর্জন করেছেন প্রথম স্থান। আর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন সদর থানার কর্মকর্তা মো. সেলিম রেজা।
গতকাল বুধবার জেলা পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের পুরস্কৃত করা হয়।
সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদকে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ভূষিত করা হয়। শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হয়েছেন সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।
এই কর্মকর্তাসহ ১২ ক্যাটাগরিতে মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাদের মাসিক কল্যাণ সভাতে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক অফিসার হয়েছেন শাজাহানপুর থানার এসআই জেবুন নেছা। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মো. সোলায়মান আলী, মো. রাজু কামাল, কাজী মো. নজরুল ও শামীম আহমেদ এই চার এসআইকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।
মাসিক পর্যালোচনায় বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কার দেওয়া হয়। সভায় পাঁচজন কনস্টেবলকে অবসর সম্মাননা জানানো হয়।
মাসিক এই সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি পুলিশ মহাপরিদর্শকের পাঁচটি লক্ষ্য-দুর্নীতিমুক্ত পুলিশ, মাদকমুক্ত পুলিশ, হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পুলিশের কল্যাণ নিশ্চিত করা ও বিট পুলিশিং এই লক্ষ্যসমূহকে সামনে রেখে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ ও ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫