প্রতিনিধি
বগুড়া সদর (বগুড়া): বগুড়ায় প্রচুর কলা চাষ হয়। কৃষি বিভাগের তথ্যমতে, এ জেলায় প্রায় ১১শ হেক্টর জমিতে কলা চাষ হয়। এর মধ্যে শুধু শিবগঞ্জ উপজেলাতেই চাষ হয় ৫০০ হেক্টর জমিতে। এ ফসল চাষের সঙ্গে যুক্ত অন্তত পাঁচ হাজার চাষি। এখানে কলার কাঁদি সংগ্রহের পর গাছগুলো জমিতেই ফেলে রাখা হয়। এই গাছ পচে কিছুটা জৈবসারের প্রয়োজন মেটালেও পরিবেশ দূষণেও বড় ভূমিকা রাখে।
বগুড়ার শিবগঞ্জে ফেলে দেওয়া কলাগাছের বাকল থেকেই তৈরি হচ্ছে আঁশ। এই আঁশ থেকে তৈরি হচ্ছে ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য। আর আঁশ ছাড়ানোর পর বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে ভার্মি কম্পোস্ট (কেঁচোসার)।
বগুড়ায় কলার গাছ থেকে আঁশ তৈরির উদ্যোগ শুরু করেছেন শিবগঞ্জের অর্জুনপুর গ্রামের বকুল হোসেন। পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে বাকল থেকে আঁশ সংগ্রহ করেন তিনি। সরকারের পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বেসরকারি সংস্থা টিএমএসএসের এসইপি প্রকল্পের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন মেসার্স বকুল ফাইবার অ্যান্ড ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট। পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ তার প্ল্যান্টে কাজ করেন।
উদ্যোক্তা বকুল হোসেন বলেন, আগে কলার ছড়া সংগ্রহের পর চাষিরা গাছগুলো যত্রতত্র ফেলে দিতেন। এতে গাছগুলো পচে দুর্গন্ধ ছড়াতো ও পরিবেশ দূষিত হতো। এখন ফেলে দেওয়া কলাগাছ থেকে সুতা এবং বর্জ্য থেকে সার তৈরি হয়।
বকুল জানান, একটি কলার গাছ থেকে তৈরি হয় ৪০০ গ্রাম আঁশ। ৯০ টাকা খরচে উৎপাদিত প্রতি কেজি আঁশ বিক্রি হয় ১৪০ টাকায়। পাশাপাশি এর পরিত্যক্ত অংশ, গোবর ও কেঁচো একটি সিমেন্টের রিংয়ের মাঝে ২১ দিন রেখে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। ৬০ কেজি বর্জ্য, পরিমাণমতো গোবর ও হাফ কেজি কেঁচোর মাধ্যমে ৪০ কেজি সার পাওয়া যায়।
গবেষণায় দেখা গেছে, কলার গাছের আঁশ থেকে কাপড়, ঢেউটিন, হার্ডবোর্ডসহ ঘরের নানা আসবাবপত্র তৈরি করা সম্ভব। উৎপাদিত এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বেকার জনগোষ্ঠীর কর্মস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এরই মধ্যে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে কলাগাছের আঁশ থেকে তৈরি হচ্ছে পোশাক, ভ্যানিটি ব্যাগ, জানালার পর্দা, ঘরের টেবিল-চেয়ার থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র। দেশেও টাঙ্গাইলের মধুপুর, ঠাকুরগাঁওসহ আরও কয়েকটি স্থানে কলাগাছ থেকে আঁশ ছাড়িয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে।
সম্প্রতি শিবগঞ্জের অর্জুনপুরে সরেজমিনে বকুল হোসেনের কারখানায় গিয়ে দেখা যায়, দুটি মেশিনে কলাগাছ থেকে আঁশ ছড়াানো হচ্ছে। নিয়োজিত রয়েছেন পাঁচজন শ্রমিক। মেশিনে ছাড়ানো আঁশগুলো পানিতে ধোয়ার পর রোদে শুকানো হয়। এরপর সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সুতা। সেই সুতায় তৈরি হয় নানা শৌখিন হস্তশিল্প।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন বলেন, বগুড়ায় প্রতিবছর ১১শ হেক্টর জমিতে কলা চাষ হয়। ফাইবার তৈরির এই প্রযুক্তি বগুড়ায় বিকশিত হলে কলার গাছ থেকেও কলার সমানই আয় করা সম্ভব।
পিকেএসএফের পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমদ বলেন, দেশে-বিদেশে প্রাকৃতিক জিনিসপত্রের চাহিদা রয়েছে। আশা করি আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে, ব্যাংকগুলো এগিয়ে আসবে। এই শিল্প বিশ্বে একটি ভালো বাজার পাবে। এই প্রকল্পে সহায়তাকারী সংস্থা টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান বলেন, ফাইবার তৈরির এই পদ্ধতি প্রসার লাভ করলে বগুড়ায় অনেক মানুষের কর্মসংস্থান হবে। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে বগুড়া।
বগুড়া সদর (বগুড়া): বগুড়ায় প্রচুর কলা চাষ হয়। কৃষি বিভাগের তথ্যমতে, এ জেলায় প্রায় ১১শ হেক্টর জমিতে কলা চাষ হয়। এর মধ্যে শুধু শিবগঞ্জ উপজেলাতেই চাষ হয় ৫০০ হেক্টর জমিতে। এ ফসল চাষের সঙ্গে যুক্ত অন্তত পাঁচ হাজার চাষি। এখানে কলার কাঁদি সংগ্রহের পর গাছগুলো জমিতেই ফেলে রাখা হয়। এই গাছ পচে কিছুটা জৈবসারের প্রয়োজন মেটালেও পরিবেশ দূষণেও বড় ভূমিকা রাখে।
বগুড়ার শিবগঞ্জে ফেলে দেওয়া কলাগাছের বাকল থেকেই তৈরি হচ্ছে আঁশ। এই আঁশ থেকে তৈরি হচ্ছে ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য। আর আঁশ ছাড়ানোর পর বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে ভার্মি কম্পোস্ট (কেঁচোসার)।
বগুড়ায় কলার গাছ থেকে আঁশ তৈরির উদ্যোগ শুরু করেছেন শিবগঞ্জের অর্জুনপুর গ্রামের বকুল হোসেন। পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে বাকল থেকে আঁশ সংগ্রহ করেন তিনি। সরকারের পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বেসরকারি সংস্থা টিএমএসএসের এসইপি প্রকল্পের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন মেসার্স বকুল ফাইবার অ্যান্ড ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট। পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ তার প্ল্যান্টে কাজ করেন।
উদ্যোক্তা বকুল হোসেন বলেন, আগে কলার ছড়া সংগ্রহের পর চাষিরা গাছগুলো যত্রতত্র ফেলে দিতেন। এতে গাছগুলো পচে দুর্গন্ধ ছড়াতো ও পরিবেশ দূষিত হতো। এখন ফেলে দেওয়া কলাগাছ থেকে সুতা এবং বর্জ্য থেকে সার তৈরি হয়।
বকুল জানান, একটি কলার গাছ থেকে তৈরি হয় ৪০০ গ্রাম আঁশ। ৯০ টাকা খরচে উৎপাদিত প্রতি কেজি আঁশ বিক্রি হয় ১৪০ টাকায়। পাশাপাশি এর পরিত্যক্ত অংশ, গোবর ও কেঁচো একটি সিমেন্টের রিংয়ের মাঝে ২১ দিন রেখে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। ৬০ কেজি বর্জ্য, পরিমাণমতো গোবর ও হাফ কেজি কেঁচোর মাধ্যমে ৪০ কেজি সার পাওয়া যায়।
গবেষণায় দেখা গেছে, কলার গাছের আঁশ থেকে কাপড়, ঢেউটিন, হার্ডবোর্ডসহ ঘরের নানা আসবাবপত্র তৈরি করা সম্ভব। উৎপাদিত এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বেকার জনগোষ্ঠীর কর্মস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এরই মধ্যে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে কলাগাছের আঁশ থেকে তৈরি হচ্ছে পোশাক, ভ্যানিটি ব্যাগ, জানালার পর্দা, ঘরের টেবিল-চেয়ার থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র। দেশেও টাঙ্গাইলের মধুপুর, ঠাকুরগাঁওসহ আরও কয়েকটি স্থানে কলাগাছ থেকে আঁশ ছাড়িয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে।
সম্প্রতি শিবগঞ্জের অর্জুনপুরে সরেজমিনে বকুল হোসেনের কারখানায় গিয়ে দেখা যায়, দুটি মেশিনে কলাগাছ থেকে আঁশ ছড়াানো হচ্ছে। নিয়োজিত রয়েছেন পাঁচজন শ্রমিক। মেশিনে ছাড়ানো আঁশগুলো পানিতে ধোয়ার পর রোদে শুকানো হয়। এরপর সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সুতা। সেই সুতায় তৈরি হয় নানা শৌখিন হস্তশিল্প।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন বলেন, বগুড়ায় প্রতিবছর ১১শ হেক্টর জমিতে কলা চাষ হয়। ফাইবার তৈরির এই প্রযুক্তি বগুড়ায় বিকশিত হলে কলার গাছ থেকেও কলার সমানই আয় করা সম্ভব।
পিকেএসএফের পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমদ বলেন, দেশে-বিদেশে প্রাকৃতিক জিনিসপত্রের চাহিদা রয়েছে। আশা করি আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে, ব্যাংকগুলো এগিয়ে আসবে। এই শিল্প বিশ্বে একটি ভালো বাজার পাবে। এই প্রকল্পে সহায়তাকারী সংস্থা টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান বলেন, ফাইবার তৈরির এই পদ্ধতি প্রসার লাভ করলে বগুড়ায় অনেক মানুষের কর্মসংস্থান হবে। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে বগুড়া।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে