গনেশ দাস, বগুড়া
শুষ্ক মৌসুমে পানিশূন্য থাকে বগুড়ার অধিকাংশ নদী। এ সময় নদীর বুকজুড়ে চাষ করা হয় বিভিন্ন ফসল। গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে যমুনাও। এর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। সেখানেও চাষ করা হচ্ছে বিভিন্ন ফসল। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বগুড়ার নদী ও খালগুলোতে পানি ধরে রাখতে খননকাজ শুরু করা হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন, ৫০০ বছর আগে জেলায় নদী ছিল ১০০টি। বর্তমানে ২৩টি নদী বলা হলেও বাস্তবে আছে ১৮টি।
পাউবো বলছে, ৫০ বছর আগে যমুনা নদী বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব দিয়ে প্রবাহিত হলেও গতিপথ পরিবর্তনের কারণে নদীটি এখন সারিয়াকান্দি উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর গতিপথ পরিবর্তনের কারণে ১৯৭৭ সাল থেকে নদী শাসন কাজ শুরু করা হলেও তা কোনো কাজে আসেনি। তবে সারিয়াকান্দি উপজেলা সদরকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে ২০০০ সালে নির্মাণ করা হয়েছে গ্রোয়েন বাঁধ। যমুনা নদীতেও বর্তমানে পর্যাপ্ত পানি নেই। বগুড়ার আরেকটি খরস্রোতা নদী বাঙালি। এতে দেশি প্রজাতির মাছ ধরে একসময় জীবিকা নির্বাহ করত অসংখ্য মানুষ। কিন্তু এখন সেই নদীতে পানি না থাকায় চাষ করা হয় ভুট্টাসহ বিভিন্ন ফসল। বর্ষাকালে নদীতে পানিপ্রবাহ থাকলেও আগের মতো মাছ থাকে না।
সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ‘৪০ বছর আগে বাঙালি নদীপারের মানুষকে মাছ কিনে খেতে হয়নি।’
বগুড়ার আরেকটি নদী করতোয়া। খরস্রোতা করতোয়া নদী এখন মরা খাল। বগুড়া শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া দখল-দূষণের কবলে পরে সৌন্দর্য হারাচ্ছে। তবে সম্প্রতি পাউবো করতোয়া নদীর ১৭ কিলোমিটার অংশ খননকাজ শুরু করেছে। এ ছাড়া নদীর শহর অংশ সৌন্দর্য ধরে রাখতে নদীর দুই পাড়ে দৃষ্টিনন্দন বাঁধ নির্মাণকাজ শুরু করেছে পাউবো। কিন্তু নদীর উজানের দিকে ভরাট হয়ে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে এর বুকে ধান চাষ করছেন স্থানীয়রা।
পাউবো জানায়, বগুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো হচ্ছে যমুনা, বাঙালী, করতোয়া, নাগর, ইছামতী, গাংনাই, ভদ্রাবতী, সুখদহ, ডাকুরিয়া, মহিষাবান, মানাস, গজারিয়া, ইরামতী, চন্দ্রাবতী, বানিয়াজান, গাংনাই, বেলাই, হলহলিয়া ভোলকা। এ ছাড়া বেহুলার খাড়ি এবং নিরঞ্জন নামের দুটি নদী কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর কোনো চিহ্ন নেই। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে মানাস, চন্দ্রবতী, ইরামতীসহ কয়েকটি নদী।
পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়ার নদীগুলো পানিপ্রবাহ ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে খননের আওতায় আনা হচ্ছে। প্রতিবছরই নদীর খননকাজ চলে। এ বছর করতোয়া ও বাঙালি নদীর খননকাজ চলছে।’
নদী গবেষক ও বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন বলেন, ‘এই অঞ্চলের অধিকাংশ বড় নদীর উৎপত্তি ভারত থেকে। ভারত বাংলাদেশের উজানে থাকায় তারা বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এ কারণে দিনে দিনে নদীগুলোতে পানিপ্রবাহ বন্ধ হয়ে মরা খালে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গবেষণায় দেখা যায় ৫০০ বছর আগে এই অঞ্চলে ১০০টির বেশি নদী ছিল। ১০০ বছর আগেও ৩০টি নদীর অস্তিত্ব দেখা যায়।’
শুষ্ক মৌসুমে পানিশূন্য থাকে বগুড়ার অধিকাংশ নদী। এ সময় নদীর বুকজুড়ে চাষ করা হয় বিভিন্ন ফসল। গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে যমুনাও। এর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। সেখানেও চাষ করা হচ্ছে বিভিন্ন ফসল। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বগুড়ার নদী ও খালগুলোতে পানি ধরে রাখতে খননকাজ শুরু করা হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন, ৫০০ বছর আগে জেলায় নদী ছিল ১০০টি। বর্তমানে ২৩টি নদী বলা হলেও বাস্তবে আছে ১৮টি।
পাউবো বলছে, ৫০ বছর আগে যমুনা নদী বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব দিয়ে প্রবাহিত হলেও গতিপথ পরিবর্তনের কারণে নদীটি এখন সারিয়াকান্দি উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর গতিপথ পরিবর্তনের কারণে ১৯৭৭ সাল থেকে নদী শাসন কাজ শুরু করা হলেও তা কোনো কাজে আসেনি। তবে সারিয়াকান্দি উপজেলা সদরকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে ২০০০ সালে নির্মাণ করা হয়েছে গ্রোয়েন বাঁধ। যমুনা নদীতেও বর্তমানে পর্যাপ্ত পানি নেই। বগুড়ার আরেকটি খরস্রোতা নদী বাঙালি। এতে দেশি প্রজাতির মাছ ধরে একসময় জীবিকা নির্বাহ করত অসংখ্য মানুষ। কিন্তু এখন সেই নদীতে পানি না থাকায় চাষ করা হয় ভুট্টাসহ বিভিন্ন ফসল। বর্ষাকালে নদীতে পানিপ্রবাহ থাকলেও আগের মতো মাছ থাকে না।
সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ‘৪০ বছর আগে বাঙালি নদীপারের মানুষকে মাছ কিনে খেতে হয়নি।’
বগুড়ার আরেকটি নদী করতোয়া। খরস্রোতা করতোয়া নদী এখন মরা খাল। বগুড়া শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া দখল-দূষণের কবলে পরে সৌন্দর্য হারাচ্ছে। তবে সম্প্রতি পাউবো করতোয়া নদীর ১৭ কিলোমিটার অংশ খননকাজ শুরু করেছে। এ ছাড়া নদীর শহর অংশ সৌন্দর্য ধরে রাখতে নদীর দুই পাড়ে দৃষ্টিনন্দন বাঁধ নির্মাণকাজ শুরু করেছে পাউবো। কিন্তু নদীর উজানের দিকে ভরাট হয়ে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে এর বুকে ধান চাষ করছেন স্থানীয়রা।
পাউবো জানায়, বগুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো হচ্ছে যমুনা, বাঙালী, করতোয়া, নাগর, ইছামতী, গাংনাই, ভদ্রাবতী, সুখদহ, ডাকুরিয়া, মহিষাবান, মানাস, গজারিয়া, ইরামতী, চন্দ্রাবতী, বানিয়াজান, গাংনাই, বেলাই, হলহলিয়া ভোলকা। এ ছাড়া বেহুলার খাড়ি এবং নিরঞ্জন নামের দুটি নদী কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর কোনো চিহ্ন নেই। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে মানাস, চন্দ্রবতী, ইরামতীসহ কয়েকটি নদী।
পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়ার নদীগুলো পানিপ্রবাহ ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে খননের আওতায় আনা হচ্ছে। প্রতিবছরই নদীর খননকাজ চলে। এ বছর করতোয়া ও বাঙালি নদীর খননকাজ চলছে।’
নদী গবেষক ও বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন বলেন, ‘এই অঞ্চলের অধিকাংশ বড় নদীর উৎপত্তি ভারত থেকে। ভারত বাংলাদেশের উজানে থাকায় তারা বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এ কারণে দিনে দিনে নদীগুলোতে পানিপ্রবাহ বন্ধ হয়ে মরা খালে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গবেষণায় দেখা যায় ৫০০ বছর আগে এই অঞ্চলে ১০০টির বেশি নদী ছিল। ১০০ বছর আগেও ৩০টি নদীর অস্তিত্ব দেখা যায়।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে