বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
নবমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজর ৬৩২ জন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে বাণিজ্যমন্ত্রী হন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার আগে ১৯৭০ -এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
আজ সকালে তোফায়েল আহমেদের বাংলাবাজারের নিজ বাসভবনে সংবাদকর্মীরা সৌজন্য সাক্ষাতের জন্য যান। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, জনগণের জন্য আমি সারা জীবন করেছি, জনগণ ও তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করেছেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমার শেষ স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। আমি আমার জনগণকে কথা দিয়েছি, শপথ গ্রহণের পরই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব এবং ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়ন করব।’
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘তোফায়েল আহমেদ ভোলাবাসীর জন্য জীবনের শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন, তিনি ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন, ভোলার মানুষ তাদের নেতাকে নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন।’
নবমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজর ৬৩২ জন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে বাণিজ্যমন্ত্রী হন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার আগে ১৯৭০ -এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
আজ সকালে তোফায়েল আহমেদের বাংলাবাজারের নিজ বাসভবনে সংবাদকর্মীরা সৌজন্য সাক্ষাতের জন্য যান। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, জনগণের জন্য আমি সারা জীবন করেছি, জনগণ ও তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করেছেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমার শেষ স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। আমি আমার জনগণকে কথা দিয়েছি, শপথ গ্রহণের পরই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব এবং ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়ন করব।’
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘তোফায়েল আহমেদ ভোলাবাসীর জন্য জীবনের শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন, তিনি ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন, ভোলার মানুষ তাদের নেতাকে নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫