ভোলা প্রতিনিধি
ভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তাঁরা গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়ছেন। এই সুযোগে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাস চলাচল বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের একটু ভোগান্তি হবেই। সব আন্দোলনেই সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
সকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সরেজমিন দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা হেঁটে, অটোরিকশায় চড়ে বা মাইক্রোবাসে করে গন্তব্যে যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া নিয়ে অটোরিকশার চালক ও যাত্রীদের মধ্যে বিতণ্ডা হতেও দেখা গেছে।
বাসস্ট্যান্ডে কথা হয় ইব্রাহিম নামের এক ব্যবসায়ীর সঙ্গে। ইব্রাহিম স্ত্রী-সন্তানসহ পরিবারের চার সদস্য নিয়ে বোরহানউদ্দিন যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সদর উপজেলার শিবপুরের বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘এক আত্মীয় অসুস্থ। তাঁকে দেখতে বোরহানউদ্দিন যাচ্ছি। বাসস্ট্যান্ডে এসে শুনি বাস বন্ধ। তাই বাধ্য হয়ে ২০০ টাকায় অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি রোগী দেখতে।’
সূর্য বিবি নামের এক গৃহিণী বলেন, ‘আমার বাড়ি লালমোহন উপজেলার দেবীর চরে। চিকিৎসার জন্য ভোলায় এসেছি। বাস চলাচল না করায় সকাল ৭টার দিকে অটোরিকশা দিয়ে প্রথমে বোরহানউদ্দিন এবং সেখান থেকে আবার অটোরিকশায় চড়ে ভোলায় এসেছি। এভাবে ভেঙে ভেঙে আসতে খরচ হয়েছে ১৫০ টাকা। অথচ বাসে আসলে খরচ হতো ৮০ টাকা। এখন বাড়ি ফিরতেও একইভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এতে করে খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।’
এনিয়ে কথা হলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিবুল্লাহ বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছি না। ভোলা থেকে বোরহানউদ্দিনে আগে জনপ্রতি ভাড়া নিতাম ৮০ টাকা। বাস বন্ধ থাকায় এখন নেই ১০০ টাকা।’
এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ দুপুরে বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে বাস ও সিএনজিশ্রমিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ, গতকাল রোববার বিকেলে ভোলার বাংলাবাজারসংলগ্ন এলাকায় গাড়ির পাশ কাটানোকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায়ও সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ-সাতজন আহত হন। এরপর সন্ধ্যার দিকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তাঁরা গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়ছেন। এই সুযোগে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাস চলাচল বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের একটু ভোগান্তি হবেই। সব আন্দোলনেই সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
সকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সরেজমিন দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা হেঁটে, অটোরিকশায় চড়ে বা মাইক্রোবাসে করে গন্তব্যে যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া নিয়ে অটোরিকশার চালক ও যাত্রীদের মধ্যে বিতণ্ডা হতেও দেখা গেছে।
বাসস্ট্যান্ডে কথা হয় ইব্রাহিম নামের এক ব্যবসায়ীর সঙ্গে। ইব্রাহিম স্ত্রী-সন্তানসহ পরিবারের চার সদস্য নিয়ে বোরহানউদ্দিন যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সদর উপজেলার শিবপুরের বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘এক আত্মীয় অসুস্থ। তাঁকে দেখতে বোরহানউদ্দিন যাচ্ছি। বাসস্ট্যান্ডে এসে শুনি বাস বন্ধ। তাই বাধ্য হয়ে ২০০ টাকায় অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি রোগী দেখতে।’
সূর্য বিবি নামের এক গৃহিণী বলেন, ‘আমার বাড়ি লালমোহন উপজেলার দেবীর চরে। চিকিৎসার জন্য ভোলায় এসেছি। বাস চলাচল না করায় সকাল ৭টার দিকে অটোরিকশা দিয়ে প্রথমে বোরহানউদ্দিন এবং সেখান থেকে আবার অটোরিকশায় চড়ে ভোলায় এসেছি। এভাবে ভেঙে ভেঙে আসতে খরচ হয়েছে ১৫০ টাকা। অথচ বাসে আসলে খরচ হতো ৮০ টাকা। এখন বাড়ি ফিরতেও একইভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এতে করে খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।’
এনিয়ে কথা হলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিবুল্লাহ বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছি না। ভোলা থেকে বোরহানউদ্দিনে আগে জনপ্রতি ভাড়া নিতাম ৮০ টাকা। বাস বন্ধ থাকায় এখন নেই ১০০ টাকা।’
এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ দুপুরে বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে বাস ও সিএনজিশ্রমিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ, গতকাল রোববার বিকেলে ভোলার বাংলাবাজারসংলগ্ন এলাকায় গাড়ির পাশ কাটানোকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায়ও সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ-সাতজন আহত হন। এরপর সন্ধ্যার দিকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে