Ajker Patrika

ভোলায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ভোলা প্রতিনিধি
ভোলায় ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ভোলায় ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা যা-ই হোন না কেন, তাঁদের যেন ছাড় না দেওয়া হয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের যাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেন নেতারা।

বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত