চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
১২ বছরের শিশু হাছনাইন গত বুধবার তাঁর বাবাকে জানিয়েছিলেন কারখানা থেকে ছয় দিন পর বেতন পেলে ঈদে করতে বাড়ি আসবে। সবার সঙ্গে ঈদ করবে সে। ওই দিন রাতে বাবা ফজলুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে শেষ এই কথাগুলো হয়েছে শিশু হাছনাইনের।
গত বৃহস্পতিবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে এর অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তার মোবাইলটি বন্ধ। তিন দিন ধরে হাছনাইনের খোঁজ না পেয়ে বাবা-মা ধরে নিয়েছেন সে আর বেঁচে নেই। মা শাহানাজ বেগম ছেলের লাশ পাওয়ার আশায় আজ রোববার ঘটনাস্থলের উদ্দেশে বাড়ি ছেড়েছেন।
আজ রোববার সকালে হাছনাইনের চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুরের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িতে স্বজনদের আহাজারি। বাড়ি ভর্তি লোকজন। তার মৃত্যুর ঘটনায় তার বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির উঠানে বসে বিলাপ করছেন তার দুই বোন।
হাছনাইন (১২) ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ফজলুর রহমানের ছেলে। তিন ভাই বোনের মধ্যে হাছনাইন সবার ছোট। তার বড় দুই বোনের বিয়ে হয়েছে তিন বছর আগে। সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা টিবি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আর এ কারণে ছোট হয়েও হাছনাইন অসুস্থ বাবার চিকিৎসাসহ সংসারের খরচ জোগাতে চাকরি নিয়েছেন রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেড করখানায়।
হাছনাইনের স্বজনরা জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে পূর্ব থেকে চাকরিরত চাচাতো ভাই রাকিবের মাধ্যমে দুই মাস আগে চাকরি নেন হাছনাইন। এ ঘটনার পর থেকে রাকিবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। রাকিব (২০) একই এলাকার কবির হোসেন এর ছেলে।
রাকিবের ফুফু নিলুফা বেগম জানান, পাঁচ বছর আগে ফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়ন থেকে তাঁরা সপরিবারে ঢাকার গাজীপুর চলে যান। রিকশা চালক বাবা কবির হোসেনের সঙ্গে অভাবের সংসারের খরচ জোগাতে রাকিব পাঁচ বছর আগে কারখানাটিতে শ্রমিক পদে চাকরি নেন। ঘটনার দিন সকালে কারখানায় গেলেও অগ্নিকাণ্ডের পর থেকে রাকিবকেও খুঁজে পাওয়া যায়নি।
শিশু হাছনাইনের বোন সাথী বেগম বলেন, ‘আমার ভাইয়ের মোবাইল বন্ধ। ভাই আর বাঁইচা নাই। আগুনে পুড়ে অনেক কষ্ট পাইয়া মারা গেছে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন বোন সাথী।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় নিখোঁজ হাছনাইন ও রাকিব ছাড়াও চরফ্যাশন উপজেলার আরও পাঁচজনের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তাঁরা হলেন, চরমাদ্রাজ ইউনিয়নের তাজউদ্দিনের ছেলে রাকিব (১৯), আছলামপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার গোলাম হোসেনের ছেলে মহিউদ্দিন (২৫), এওয়াজপুর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে নোমান মিয়া (২২), দক্ষিণ আইচা চর মানিকা ইউনিয়নের মো. ফখরুল ইসলামের ছেলে শামিম (১৯), জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি এলাকার আবু তাহেরের মেয়ের জামাই মো. শাকিল (২৩)।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, এখন পর্যন্ত থানায় নিখোঁজ শ্রমিকদের কোন তথ্য পাওয়া যায়নি। মর্গে নিহতদের পরিচয় শনাক্ত হলে নিখোঁজের সংখ্যা সঠিক ভাবে নির্ধারণ করা যাবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এ পর্যন্ত তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। তাঁরা ওই কারখানার শ্রমিক ছিলেন। এ ব্যাপারে ঢাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান এই কর্মকর্তা।
১২ বছরের শিশু হাছনাইন গত বুধবার তাঁর বাবাকে জানিয়েছিলেন কারখানা থেকে ছয় দিন পর বেতন পেলে ঈদে করতে বাড়ি আসবে। সবার সঙ্গে ঈদ করবে সে। ওই দিন রাতে বাবা ফজলুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে শেষ এই কথাগুলো হয়েছে শিশু হাছনাইনের।
গত বৃহস্পতিবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে এর অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তার মোবাইলটি বন্ধ। তিন দিন ধরে হাছনাইনের খোঁজ না পেয়ে বাবা-মা ধরে নিয়েছেন সে আর বেঁচে নেই। মা শাহানাজ বেগম ছেলের লাশ পাওয়ার আশায় আজ রোববার ঘটনাস্থলের উদ্দেশে বাড়ি ছেড়েছেন।
আজ রোববার সকালে হাছনাইনের চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুরের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িতে স্বজনদের আহাজারি। বাড়ি ভর্তি লোকজন। তার মৃত্যুর ঘটনায় তার বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির উঠানে বসে বিলাপ করছেন তার দুই বোন।
হাছনাইন (১২) ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ফজলুর রহমানের ছেলে। তিন ভাই বোনের মধ্যে হাছনাইন সবার ছোট। তার বড় দুই বোনের বিয়ে হয়েছে তিন বছর আগে। সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা টিবি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আর এ কারণে ছোট হয়েও হাছনাইন অসুস্থ বাবার চিকিৎসাসহ সংসারের খরচ জোগাতে চাকরি নিয়েছেন রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেড করখানায়।
হাছনাইনের স্বজনরা জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে পূর্ব থেকে চাকরিরত চাচাতো ভাই রাকিবের মাধ্যমে দুই মাস আগে চাকরি নেন হাছনাইন। এ ঘটনার পর থেকে রাকিবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। রাকিব (২০) একই এলাকার কবির হোসেন এর ছেলে।
রাকিবের ফুফু নিলুফা বেগম জানান, পাঁচ বছর আগে ফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়ন থেকে তাঁরা সপরিবারে ঢাকার গাজীপুর চলে যান। রিকশা চালক বাবা কবির হোসেনের সঙ্গে অভাবের সংসারের খরচ জোগাতে রাকিব পাঁচ বছর আগে কারখানাটিতে শ্রমিক পদে চাকরি নেন। ঘটনার দিন সকালে কারখানায় গেলেও অগ্নিকাণ্ডের পর থেকে রাকিবকেও খুঁজে পাওয়া যায়নি।
শিশু হাছনাইনের বোন সাথী বেগম বলেন, ‘আমার ভাইয়ের মোবাইল বন্ধ। ভাই আর বাঁইচা নাই। আগুনে পুড়ে অনেক কষ্ট পাইয়া মারা গেছে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন বোন সাথী।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় নিখোঁজ হাছনাইন ও রাকিব ছাড়াও চরফ্যাশন উপজেলার আরও পাঁচজনের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তাঁরা হলেন, চরমাদ্রাজ ইউনিয়নের তাজউদ্দিনের ছেলে রাকিব (১৯), আছলামপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার গোলাম হোসেনের ছেলে মহিউদ্দিন (২৫), এওয়াজপুর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে নোমান মিয়া (২২), দক্ষিণ আইচা চর মানিকা ইউনিয়নের মো. ফখরুল ইসলামের ছেলে শামিম (১৯), জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি এলাকার আবু তাহেরের মেয়ের জামাই মো. শাকিল (২৩)।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, এখন পর্যন্ত থানায় নিখোঁজ শ্রমিকদের কোন তথ্য পাওয়া যায়নি। মর্গে নিহতদের পরিচয় শনাক্ত হলে নিখোঁজের সংখ্যা সঠিক ভাবে নির্ধারণ করা যাবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এ পর্যন্ত তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। তাঁরা ওই কারখানার শ্রমিক ছিলেন। এ ব্যাপারে ঢাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান এই কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে