বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের এক নেতাকে নৌকা প্রতীক দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে ওই নেতা নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
জানা যায়, ভোলার বোরহানউদ্দিনে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের এই নির্বাচনে টগবী ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদারকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ। গত ২১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় নিজের নাম দেখে তিনি টবগী ইউনিয়নের জনগণের সঙ্গে দেখা করতে ভোলায় আসেন। এর পরদিনই জানতে পারেন, তাঁকে দলীয় মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন ফিরিয়ে নেওয়ায় ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন জসিম উদ্দিন হাওলাদার। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে মনোনয়নের তালিকায় নাম থাকার পরেও দলীয় মনোনয়ন না দেওয়ায় টবগী ইউনিয়নের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে ইউনিয়নের মিঞারহাট, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, বোরহানগঞ্জ, হাকিমুদ্দিনসহ পুরো এলাকা প্রদক্ষিণ করে জসিমউদ্দিনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। ২৪ নভেম্বর বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের বিভিন্ন সভা ও মিছিল-মিটিং চলেছে।
জসিম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের উপস্থিতিতে নিজেকে টগবী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। বলেন—দীর্ঘদিন রাজনীতি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করে আসছি। ইউনিয়নবাসীর ভালোবাসা এবং মুরব্বিদের সম্মতিতে টগবী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন চতুর্থ ধাপের নির্বাচনে টগবী ইউনিয়নের তফসিল ঘোষণা করলে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের আশায় ১৮ নভেম্বর বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র বোর্ডে জমা দেন।
জসিম উদ্দিন আরও বলেন, `দলীয় মনোনয়ন না পাই দুঃখ নাই। কারণ টগবী ইউনিয়নের জনগণ আমার সঙ্গে আছে। আমি ভোটারদের উৎসাহে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করব। তাই নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনসহ জেলা-উপজেলার দলীয় সব নেতার কাছে টগবী ইউনিয়নে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
টগবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী বলেন, তাঁকেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দিয়েছে। মাটিখেকো ইটভাটার মালিকের কিছু লেবার জসিমের নামে স্লোগান দিচ্ছে। লোকজন তাঁর পক্ষেই আছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন চূড়ান্ত করেছেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সভাপতি এবং তিনি সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন এবং পরিবর্তনও তিনিই করেছেন।
ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের এক নেতাকে নৌকা প্রতীক দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে ওই নেতা নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
জানা যায়, ভোলার বোরহানউদ্দিনে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের এই নির্বাচনে টগবী ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদারকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ। গত ২১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় নিজের নাম দেখে তিনি টবগী ইউনিয়নের জনগণের সঙ্গে দেখা করতে ভোলায় আসেন। এর পরদিনই জানতে পারেন, তাঁকে দলীয় মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন ফিরিয়ে নেওয়ায় ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন জসিম উদ্দিন হাওলাদার। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে মনোনয়নের তালিকায় নাম থাকার পরেও দলীয় মনোনয়ন না দেওয়ায় টবগী ইউনিয়নের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে ইউনিয়নের মিঞারহাট, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, বোরহানগঞ্জ, হাকিমুদ্দিনসহ পুরো এলাকা প্রদক্ষিণ করে জসিমউদ্দিনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। ২৪ নভেম্বর বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের বিভিন্ন সভা ও মিছিল-মিটিং চলেছে।
জসিম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের উপস্থিতিতে নিজেকে টগবী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। বলেন—দীর্ঘদিন রাজনীতি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করে আসছি। ইউনিয়নবাসীর ভালোবাসা এবং মুরব্বিদের সম্মতিতে টগবী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন চতুর্থ ধাপের নির্বাচনে টগবী ইউনিয়নের তফসিল ঘোষণা করলে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের আশায় ১৮ নভেম্বর বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র বোর্ডে জমা দেন।
জসিম উদ্দিন আরও বলেন, `দলীয় মনোনয়ন না পাই দুঃখ নাই। কারণ টগবী ইউনিয়নের জনগণ আমার সঙ্গে আছে। আমি ভোটারদের উৎসাহে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করব। তাই নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনসহ জেলা-উপজেলার দলীয় সব নেতার কাছে টগবী ইউনিয়নে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
টগবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী বলেন, তাঁকেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দিয়েছে। মাটিখেকো ইটভাটার মালিকের কিছু লেবার জসিমের নামে স্লোগান দিচ্ছে। লোকজন তাঁর পক্ষেই আছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন চূড়ান্ত করেছেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সভাপতি এবং তিনি সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন এবং পরিবর্তনও তিনিই করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫