শিমুল চৌধুরী, ভোলা
ভোলা সদর উপজেলার কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে কোরবানি পশুর হাট। অথচ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, স্কুল মাঠে এবার গরু-ছাগলের হাট বসার বিষয়টি তাঁরা জানতেন না। তাঁদের কাছে স্কুলের মাঠ ব্যবহারের কোনো অনুমতি নেওয়া হয়নি।
স্কুল মাঠ দখল করে কোরবানি পশুর হাট বসায় মাঠে গোবর ও ময়লা-আবর্জনা জমেছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এ ছাড়া মাঠে ছোট ছোট নালা তৈরি করায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে ১৩৪ নম্বর কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৯২ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ৬ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি রহিমা বলেন, ‘গত দুই বছর ধরে আমি এ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। কিন্তু এর আগে এ মাঠে কোরবানি পশুর হাট বসেনি। এবারই এবং আজই (২৭ মে, মঙ্গলবার) প্রথম এ মাঠে গরু-ছাগলের হাট বসার উদ্যোগ নেওয়া হয়েছে। আমার স্কুল মাঠে পশুর হাট বসানোর খবর আমি নিজেও জানি না।’ তিনি বলেন, ‘স্কুলের মাঠটি একেবারেই ছোট। এ মাঠে গরু-ছাগলের হাট বসায় ময়লা-আবর্জনা জমে থাকবে। তা ছাড়া পানি সরানোর জন্য তৈরি করা হয়েছে একাধিক ছোট ছোট নালা। বৃষ্টি হলেই কাদা-পানি জমে একাকার হয়ে যাবে মাঠটি। তা ছাড়া মাঠে অনেক দিন ধরে মাটি না ফেলায় মাঠ উঁচু-নিচু হয়ে আছে। ফলে ইচ্ছা থাকলেও খেলাধুলা করা যায় না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘মঙ্গলবার বেলা ৩টা থেকে স্কুল মাঠে একটা দুটা গরু বিক্রির জন্য আনা শুরু হয়েছে।’
আজ মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাঠে বাঁশ ও খুঁটি পুঁতে প্রস্তুত করা হয়েছে কোরবানি পশুর বেচাকেনা। এর মধ্যেই দৌড়াদৌড়ি করছে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। কথা হয়, স্কুলের প্রথম শ্রেণির ছাত্র জোহান, চতুর্থ শ্রেণির ছাত্র সাজ্জাদ ও তৃতীয় শ্রেণির ছাত্র তাওসিনের সঙ্গে। তারা বলে, ‘আমাগো স্কুলের মাঠে গরু-ছাগলের হাট বসায় আমরা আর দৌড়াদৌড়ি করতে পারব না। খেলাধুলা করতে পারব না। গরু-ছাগলে গুঁতো দেব। আমাগো অনেক সমস্যা অইবো।’
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা এলাকার কবি মোজাম্মেল হক স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও বিএনপি নেতা এইচ এম সোহেল স্কুল মাঠটি ইজারা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোসলেহউদ্দিন বলেন, ‘স্কুলের মাঠটি এমনিতেই ছোট। শিক্ষার্থীরা ভালোভাবে খেলাধুলা করতে পারছে না। এর মধ্যে পশুর হাট বসানো ঠিক হয়নি।’
বিদ্যালয় কমিটির সভাপতি ও ভোলা সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর নিয়ম নেই। এ ছাড়া মাঠ ব্যবহারের কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া স্কুল মাঠ ব্যবহার করা যাবে না।’
প্রায় একই কথা বলেছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাসও। তিনি বলেন, ‘আমরা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি দিতে পারি না।
এ বিষয়ে কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল মাঠ ব্যবহার করে পশুর হাট বসানোর কোনো নিয়ম নেই। তারপরেও জনস্বার্থে মাঠটি ইজারা দেওয়ার দরকার হলে মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এ বিষয়ে কোনো মিটিং কিংবা আলোচনা হয়নি। বিষয়টি আমি জানি না।’ এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক লিখিতভাবে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান এই শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে কবি মোজাম্মেল হক স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও বিএনপি নেতা এইচ এম সোহেল বলেন, এলাকার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে সেখানে প্রতি মঙ্গল ও শুক্রবার কোরবানির পশুর হাট বসানোর ব্যবস্থা করা হয়েছে।
জানতে চাইলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে ১৩৪ নম্বর কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি কোরবানি পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়েছে।’
ভোলা সদর উপজেলার কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে কোরবানি পশুর হাট। অথচ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, স্কুল মাঠে এবার গরু-ছাগলের হাট বসার বিষয়টি তাঁরা জানতেন না। তাঁদের কাছে স্কুলের মাঠ ব্যবহারের কোনো অনুমতি নেওয়া হয়নি।
স্কুল মাঠ দখল করে কোরবানি পশুর হাট বসায় মাঠে গোবর ও ময়লা-আবর্জনা জমেছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এ ছাড়া মাঠে ছোট ছোট নালা তৈরি করায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে ১৩৪ নম্বর কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৯২ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ৬ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি রহিমা বলেন, ‘গত দুই বছর ধরে আমি এ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। কিন্তু এর আগে এ মাঠে কোরবানি পশুর হাট বসেনি। এবারই এবং আজই (২৭ মে, মঙ্গলবার) প্রথম এ মাঠে গরু-ছাগলের হাট বসার উদ্যোগ নেওয়া হয়েছে। আমার স্কুল মাঠে পশুর হাট বসানোর খবর আমি নিজেও জানি না।’ তিনি বলেন, ‘স্কুলের মাঠটি একেবারেই ছোট। এ মাঠে গরু-ছাগলের হাট বসায় ময়লা-আবর্জনা জমে থাকবে। তা ছাড়া পানি সরানোর জন্য তৈরি করা হয়েছে একাধিক ছোট ছোট নালা। বৃষ্টি হলেই কাদা-পানি জমে একাকার হয়ে যাবে মাঠটি। তা ছাড়া মাঠে অনেক দিন ধরে মাটি না ফেলায় মাঠ উঁচু-নিচু হয়ে আছে। ফলে ইচ্ছা থাকলেও খেলাধুলা করা যায় না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘মঙ্গলবার বেলা ৩টা থেকে স্কুল মাঠে একটা দুটা গরু বিক্রির জন্য আনা শুরু হয়েছে।’
আজ মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাঠে বাঁশ ও খুঁটি পুঁতে প্রস্তুত করা হয়েছে কোরবানি পশুর বেচাকেনা। এর মধ্যেই দৌড়াদৌড়ি করছে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। কথা হয়, স্কুলের প্রথম শ্রেণির ছাত্র জোহান, চতুর্থ শ্রেণির ছাত্র সাজ্জাদ ও তৃতীয় শ্রেণির ছাত্র তাওসিনের সঙ্গে। তারা বলে, ‘আমাগো স্কুলের মাঠে গরু-ছাগলের হাট বসায় আমরা আর দৌড়াদৌড়ি করতে পারব না। খেলাধুলা করতে পারব না। গরু-ছাগলে গুঁতো দেব। আমাগো অনেক সমস্যা অইবো।’
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা এলাকার কবি মোজাম্মেল হক স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও বিএনপি নেতা এইচ এম সোহেল স্কুল মাঠটি ইজারা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোসলেহউদ্দিন বলেন, ‘স্কুলের মাঠটি এমনিতেই ছোট। শিক্ষার্থীরা ভালোভাবে খেলাধুলা করতে পারছে না। এর মধ্যে পশুর হাট বসানো ঠিক হয়নি।’
বিদ্যালয় কমিটির সভাপতি ও ভোলা সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর নিয়ম নেই। এ ছাড়া মাঠ ব্যবহারের কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া স্কুল মাঠ ব্যবহার করা যাবে না।’
প্রায় একই কথা বলেছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাসও। তিনি বলেন, ‘আমরা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি দিতে পারি না।
এ বিষয়ে কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল মাঠ ব্যবহার করে পশুর হাট বসানোর কোনো নিয়ম নেই। তারপরেও জনস্বার্থে মাঠটি ইজারা দেওয়ার দরকার হলে মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এ বিষয়ে কোনো মিটিং কিংবা আলোচনা হয়নি। বিষয়টি আমি জানি না।’ এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক লিখিতভাবে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান এই শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে কবি মোজাম্মেল হক স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও বিএনপি নেতা এইচ এম সোহেল বলেন, এলাকার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে সেখানে প্রতি মঙ্গল ও শুক্রবার কোরবানির পশুর হাট বসানোর ব্যবস্থা করা হয়েছে।
জানতে চাইলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে ১৩৪ নম্বর কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি কোরবানি পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে