নিজস্ব প্রতিবেদক, বরিশাল
৩০০ কোটি টাকা দেনার বিপরীতে মাত্র ১২ কোটি টাকা হাতে পেয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) হাল ধরলেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আজ মঙ্গলবার নগর ভবনের সামনে উৎসবমুখর অভিষেক অনুষ্ঠানে মেয়রকে শুভেচ্ছা জানান নগরের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। যদিও অনুষ্ঠানে আসেননি মেয়র খোকনের ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অভিষেক অনুষ্ঠানে একটি হয়রানিমুক্ত নগর ভবন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাত।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘একটি সুন্দর নগর গড়াই আমার লক্ষ্য। সারা দেশ উন্নয়নের সাগরে ভেসে গেলেও বরিশাল নগরে উন্নয়ন হয়নি। আমি সবার সহযোগিতা চাই। নগর ভবন হবে হয়রানিমুক্ত। সিনিয়র সিটিজেনরা পাবেন সেবা।’
১২ জুনের নির্বাচনে ৩৫টি ইশতেহারের কথা উল্লেখ করে মেয়র খোকন বলেন, ‘অচিরেই অগ্রাধিকার ভিত্তিতে এসব বাস্তবায়ন করা হবে। কেননা দায়িত্বভার নেওয়ার আগেই শেখ হাসিনা বিসিসির উন্নয়নে ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’
মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই করপোরেশনে ৩০০ কোটি টাকার দায়দেনা আছে। অথচ আমি নগর ভবনে মাত্র ১২ কোটি টাকা পেয়েছি।’ বিসিসি সঠিক জবাবদিহির মাধ্যমে পরিচালিত হবে বলে ঘোষণা দেন মেয়র খোকন।
অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অতীতে কে কী করেছে তা বলা যাবে না। স্থানীয় এমপি হিসেবে জীবন উৎসর্গ করে হলেও আপনাকে সমর্থন করব।’
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। আরও বক্তব্য দেন সংসদ সদস্য পংকজ নাথ, সংসদ সদস্য শাহে আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ত্রী লুনা আব্দুল্লাহ, সংরক্ষিত আসনের এমপি রুবিনা মীরা, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ। পরে অতিথি ও কাউন্সিলরদের নিয়ে নগর ভবনে গিয়ে দায়িত্ব নেন মেয়র খোকন।
চেয়ার ছোড়াছুড়ি
অভিষেক অনুষ্ঠান চলাকালে পেছন থেকে একদল কর্মীর মধ্যে হাতাহাতি ঘটে। পরে তাঁরা চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করেন। অবশ্য ওই কর্মীদের পরিচয় পাওয়া যায়নি। আয়োজকদের তথ্যে জানা গেছে, ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মধ্যে ওই ঘটনা ঘটেছে।
৩০০ কোটি টাকা দেনার বিপরীতে মাত্র ১২ কোটি টাকা হাতে পেয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) হাল ধরলেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আজ মঙ্গলবার নগর ভবনের সামনে উৎসবমুখর অভিষেক অনুষ্ঠানে মেয়রকে শুভেচ্ছা জানান নগরের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। যদিও অনুষ্ঠানে আসেননি মেয়র খোকনের ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অভিষেক অনুষ্ঠানে একটি হয়রানিমুক্ত নগর ভবন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাত।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘একটি সুন্দর নগর গড়াই আমার লক্ষ্য। সারা দেশ উন্নয়নের সাগরে ভেসে গেলেও বরিশাল নগরে উন্নয়ন হয়নি। আমি সবার সহযোগিতা চাই। নগর ভবন হবে হয়রানিমুক্ত। সিনিয়র সিটিজেনরা পাবেন সেবা।’
১২ জুনের নির্বাচনে ৩৫টি ইশতেহারের কথা উল্লেখ করে মেয়র খোকন বলেন, ‘অচিরেই অগ্রাধিকার ভিত্তিতে এসব বাস্তবায়ন করা হবে। কেননা দায়িত্বভার নেওয়ার আগেই শেখ হাসিনা বিসিসির উন্নয়নে ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’
মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই করপোরেশনে ৩০০ কোটি টাকার দায়দেনা আছে। অথচ আমি নগর ভবনে মাত্র ১২ কোটি টাকা পেয়েছি।’ বিসিসি সঠিক জবাবদিহির মাধ্যমে পরিচালিত হবে বলে ঘোষণা দেন মেয়র খোকন।
অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অতীতে কে কী করেছে তা বলা যাবে না। স্থানীয় এমপি হিসেবে জীবন উৎসর্গ করে হলেও আপনাকে সমর্থন করব।’
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। আরও বক্তব্য দেন সংসদ সদস্য পংকজ নাথ, সংসদ সদস্য শাহে আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ত্রী লুনা আব্দুল্লাহ, সংরক্ষিত আসনের এমপি রুবিনা মীরা, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ। পরে অতিথি ও কাউন্সিলরদের নিয়ে নগর ভবনে গিয়ে দায়িত্ব নেন মেয়র খোকন।
চেয়ার ছোড়াছুড়ি
অভিষেক অনুষ্ঠান চলাকালে পেছন থেকে একদল কর্মীর মধ্যে হাতাহাতি ঘটে। পরে তাঁরা চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করেন। অবশ্য ওই কর্মীদের পরিচয় পাওয়া যায়নি। আয়োজকদের তথ্যে জানা গেছে, ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মধ্যে ওই ঘটনা ঘটেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে