নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। বিশেষ করে মেয়র পদে প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা, হাতপাখা ও লাঙ্গলের প্রার্থীদের তৎপরতা নগরজুড়ে দেখা যাচ্ছে। প্রথম দিনেই পোস্টারে ছেয়ে গেছে নগরী। প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। এর মধ্যে কোথাও কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে।
আজ শুক্রবার বিকেল থেকে বরিশাল নগর সেজেছে ভিন্ন রূপে। যেদিকে চোখ যায়, সেদিকেই পোস্টার। রাস্তায় রাস্তায় মাইকিং। কোথাও আবার শোভাযাত্রা। অলিগলিতে নির্বাচনী প্রচার বেশ জমজমাট হয়ে উঠেছে। সাড়ে চার বছর পর আবারও নির্বাচনী স্বপ্ন পূরণে নেমেছেন ৭ মেয়র প্রার্থী, ১১৬ সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর।
প্রচারের প্রথম দিনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত নগরের ২৪ ও ৩০ নম্বর ওয়ার্ডে প্রচারণা ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ‘বরিশাল সিটিতে রাস্তা, ড্রেনেজ, পানি ও মশার সমস্যা চরম আকার ধারণ করেছে। অঙ্গীকার করছি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। সিটি করপোরেশনের পরিষেবা বৃদ্ধি করা হবে।’
প্রচারকালে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তাঁর সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৌকার মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মশিউর রহমান খান, ছাত্রলীগ নেতা মঈন তুষার জসিম উদ্দিন প্রমুখ।
নগরের বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে সদর রোডে প্রচারণা শুরু করেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি এ সময় বলেন, ‘নির্বাচিত হলে নগরবাসীর খাদেম হব। খাদ্য হোক, বস্ত্র হোক, বাসস্থান হোক যেখানেই খেদমত দরকার আমাকে পাবেন। গাজীপুর নির্বাচনে আনন্দ এবং হতাশা দুটোই রয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত বরিশালের নির্বাচন সুষ্ঠু হবে কি না এর গ্যারান্টি দেওয়া যায় না।’ বিকেলে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া, ২৯ নম্বর এবং ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন হাতপাখার এই প্রার্থী।
জাতীয় পার্টির লাঙ্গলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন গতকাল প্রতীক পেয়েই বলেছেন, ‘ডুবন্ত নৌকায় কেউ উঠবে না। গতকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কীভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। জনগণ এবার সুযোগ পেলে ভোটের বাক্স লাঙ্গলে ভরে যাবে। আমি নির্বাচিত হলে নগরকে উৎপাদনমুখী করব। গড়ে তুলব আইটি সিটি।’ আজ বিকেলে তিনি ৫ নম্বর ওয়ার্ডে শাহজালাল স্কুলে নির্বাচনী কর্মিসভায় বক্তব্যে এসব বলেন।
এদিকে প্রচারণার প্রথম দিনেই বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের দেখা গেছে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোভাযাত্রা করতে। বিশেষ ১৫ নম্বর ওয়ার্ড, ১৬ নম্বর ওয়ার্ড এবং ১৮ নম্বর ওয়ার্ডে এ চিত্র দেখা গেছে। অবশ্য পাড়া-মহল্লায় সব শ্রেণির মানুষের মধ্যে অনেকটা উৎফুল্ল ভাব দেখা গেছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। বিশেষ করে মেয়র পদে প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা, হাতপাখা ও লাঙ্গলের প্রার্থীদের তৎপরতা নগরজুড়ে দেখা যাচ্ছে। প্রথম দিনেই পোস্টারে ছেয়ে গেছে নগরী। প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। এর মধ্যে কোথাও কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে।
আজ শুক্রবার বিকেল থেকে বরিশাল নগর সেজেছে ভিন্ন রূপে। যেদিকে চোখ যায়, সেদিকেই পোস্টার। রাস্তায় রাস্তায় মাইকিং। কোথাও আবার শোভাযাত্রা। অলিগলিতে নির্বাচনী প্রচার বেশ জমজমাট হয়ে উঠেছে। সাড়ে চার বছর পর আবারও নির্বাচনী স্বপ্ন পূরণে নেমেছেন ৭ মেয়র প্রার্থী, ১১৬ সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর।
প্রচারের প্রথম দিনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত নগরের ২৪ ও ৩০ নম্বর ওয়ার্ডে প্রচারণা ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ‘বরিশাল সিটিতে রাস্তা, ড্রেনেজ, পানি ও মশার সমস্যা চরম আকার ধারণ করেছে। অঙ্গীকার করছি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। সিটি করপোরেশনের পরিষেবা বৃদ্ধি করা হবে।’
প্রচারকালে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তাঁর সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৌকার মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মশিউর রহমান খান, ছাত্রলীগ নেতা মঈন তুষার জসিম উদ্দিন প্রমুখ।
নগরের বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে সদর রোডে প্রচারণা শুরু করেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি এ সময় বলেন, ‘নির্বাচিত হলে নগরবাসীর খাদেম হব। খাদ্য হোক, বস্ত্র হোক, বাসস্থান হোক যেখানেই খেদমত দরকার আমাকে পাবেন। গাজীপুর নির্বাচনে আনন্দ এবং হতাশা দুটোই রয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত বরিশালের নির্বাচন সুষ্ঠু হবে কি না এর গ্যারান্টি দেওয়া যায় না।’ বিকেলে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া, ২৯ নম্বর এবং ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন হাতপাখার এই প্রার্থী।
জাতীয় পার্টির লাঙ্গলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন গতকাল প্রতীক পেয়েই বলেছেন, ‘ডুবন্ত নৌকায় কেউ উঠবে না। গতকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কীভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। জনগণ এবার সুযোগ পেলে ভোটের বাক্স লাঙ্গলে ভরে যাবে। আমি নির্বাচিত হলে নগরকে উৎপাদনমুখী করব। গড়ে তুলব আইটি সিটি।’ আজ বিকেলে তিনি ৫ নম্বর ওয়ার্ডে শাহজালাল স্কুলে নির্বাচনী কর্মিসভায় বক্তব্যে এসব বলেন।
এদিকে প্রচারণার প্রথম দিনেই বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের দেখা গেছে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোভাযাত্রা করতে। বিশেষ ১৫ নম্বর ওয়ার্ড, ১৬ নম্বর ওয়ার্ড এবং ১৮ নম্বর ওয়ার্ডে এ চিত্র দেখা গেছে। অবশ্য পাড়া-মহল্লায় সব শ্রেণির মানুষের মধ্যে অনেকটা উৎফুল্ল ভাব দেখা গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে