নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর কলেজসংলগ্ন বিরোধীয় প্রায় দেড় একর জমি দখল করতে দলবল নিয়ে গিয়েছিলেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শীর্ষ নেতা। এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান থানায় অভিযোগ দিলে বিমানবন্দর থানার একটি টিম আজ রোববার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বলে জানা গেছে।
এদিকে জমি দখলের চেষ্টার প্রতিবাদে আজ দুপুরে নগরীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মানববন্ধনে জমি দখলচেষ্টায় বিএনপির কয়েক নেতার প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। তবে তাঁরা এ ধরনের অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন।
সম্প্রতি মেঘনার বালুমহাল ইজারা বাগাতে এক সেনাসদস্যকে আবাসিক হোটেলে আটকে মারধরের ঘটনায় গত ২৮ মার্চ মশিউর রহমান মঞ্জুর আহ্বায়ক পদ স্থগিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। সিটি করপোরেশনের হাটবাজার ইজারা নিয়ন্ত্রসহ বিভিন্ন অভিযোগে মঞ্জু ৫ আগস্টের পর নগরীতে আলোচিত নাম।
আজ দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধন করে জমির প্রকৃত মালিক দাবিদার এক পক্ষ। নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজসংলগ্ন বাসিন্দা শওকত হোসেন এ জমির মালিক দাবি করছেন।
তাঁর পুত্র মেহেদী হাসান মানববন্ধনকালে সাংবাদিকদের বলেন, মহানগর কলেজসংলগ্ন প্রায় ১ একর ৪৮ শতাংশ জমি তাঁর বাবার নামে রয়েছে। আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা মাহমুমুদল হক খান মামুন ওই জমি দখল করে নেন। এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ৫ আগস্টের পর তাঁরা ওই জমি উদ্ধার করেছেন। কিন্তু এখন এ জমি দখলের জন্য খান মামুনের লোক ওয়ান বিল্ডার্সের মাসুমের মাধ্যমে বিএনপি নেতা মাহফুজ, জসিম, মঞ্জুর সঙ্গে অলিখিত চুক্তি হয়। সে অনুযায়ী গত শুক্রবার ওই তিন নেতা শতাধিক লোক নিয়ে জমি দখলের জন্য বালু ফেলার চেষ্টা করেন। তবে এলাকাবাসীর বাধার মুখে মাহফুজ, মঞ্জু, জসিম দলবল নিয়ে পালিয়ে যান।
মেহেদী হাসান আরও বলেন, ‘আমরা আদালতে ভালো রায় চাই। কিন্তু তার আগেই দখলচেষ্টায় জড়িয়ে পড়ে বিএনপি নেতা মাহফুজ, জসিম, স্বেচ্ছাসেবক দলে পদ স্থগিত হওয়া মঞ্জু। তারা শুক্রবার রাতে ওই জমিতে বালু ফেলতে গেলে এলাকাবাসীর বাধায় পালিয়ে যায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নগর বিএনপিরে যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘ওই জমি স্থানীয় ব্যবসায়ী মাসুমের বলে শুনেছি। আমরা জমি দখলের সঙ্গে জড়িত নই। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত চলছে।’ নগর বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‘জমি দখলের সঙ্গে আমি জড়িত নই। শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা বালু ফেলেছে। আমি জড়িত প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’
এ বিষয়ে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘জমি দখলচেষ্টার খবর শুনেছি। ঘটনার শিকার একটি পক্ষ বিএনপির কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছে। কেউ অপকর্ম করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এদিকে আজ সকালে ঘটনাস্থলে যান বিমানবন্দর থানার সেকেন্ড অফিসার আবুল হোসেন, এসআই কিবরিয়াসহ একাধিক কর্মকর্তা। এ প্রসঙ্গে এসআই কিবরিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মেহেদী গংদের বলেছি যে দখলরোধে আদালতে যান।’ বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, কারা দখল করার চেষ্টা করছে, তা এখনই বলা যাবে না।
বরিশাল মহানগর কলেজসংলগ্ন বিরোধীয় প্রায় দেড় একর জমি দখল করতে দলবল নিয়ে গিয়েছিলেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শীর্ষ নেতা। এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান থানায় অভিযোগ দিলে বিমানবন্দর থানার একটি টিম আজ রোববার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বলে জানা গেছে।
এদিকে জমি দখলের চেষ্টার প্রতিবাদে আজ দুপুরে নগরীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মানববন্ধনে জমি দখলচেষ্টায় বিএনপির কয়েক নেতার প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। তবে তাঁরা এ ধরনের অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন।
সম্প্রতি মেঘনার বালুমহাল ইজারা বাগাতে এক সেনাসদস্যকে আবাসিক হোটেলে আটকে মারধরের ঘটনায় গত ২৮ মার্চ মশিউর রহমান মঞ্জুর আহ্বায়ক পদ স্থগিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। সিটি করপোরেশনের হাটবাজার ইজারা নিয়ন্ত্রসহ বিভিন্ন অভিযোগে মঞ্জু ৫ আগস্টের পর নগরীতে আলোচিত নাম।
আজ দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধন করে জমির প্রকৃত মালিক দাবিদার এক পক্ষ। নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজসংলগ্ন বাসিন্দা শওকত হোসেন এ জমির মালিক দাবি করছেন।
তাঁর পুত্র মেহেদী হাসান মানববন্ধনকালে সাংবাদিকদের বলেন, মহানগর কলেজসংলগ্ন প্রায় ১ একর ৪৮ শতাংশ জমি তাঁর বাবার নামে রয়েছে। আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা মাহমুমুদল হক খান মামুন ওই জমি দখল করে নেন। এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ৫ আগস্টের পর তাঁরা ওই জমি উদ্ধার করেছেন। কিন্তু এখন এ জমি দখলের জন্য খান মামুনের লোক ওয়ান বিল্ডার্সের মাসুমের মাধ্যমে বিএনপি নেতা মাহফুজ, জসিম, মঞ্জুর সঙ্গে অলিখিত চুক্তি হয়। সে অনুযায়ী গত শুক্রবার ওই তিন নেতা শতাধিক লোক নিয়ে জমি দখলের জন্য বালু ফেলার চেষ্টা করেন। তবে এলাকাবাসীর বাধার মুখে মাহফুজ, মঞ্জু, জসিম দলবল নিয়ে পালিয়ে যান।
মেহেদী হাসান আরও বলেন, ‘আমরা আদালতে ভালো রায় চাই। কিন্তু তার আগেই দখলচেষ্টায় জড়িয়ে পড়ে বিএনপি নেতা মাহফুজ, জসিম, স্বেচ্ছাসেবক দলে পদ স্থগিত হওয়া মঞ্জু। তারা শুক্রবার রাতে ওই জমিতে বালু ফেলতে গেলে এলাকাবাসীর বাধায় পালিয়ে যায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নগর বিএনপিরে যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘ওই জমি স্থানীয় ব্যবসায়ী মাসুমের বলে শুনেছি। আমরা জমি দখলের সঙ্গে জড়িত নই। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত চলছে।’ নগর বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‘জমি দখলের সঙ্গে আমি জড়িত নই। শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা বালু ফেলেছে। আমি জড়িত প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’
এ বিষয়ে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘জমি দখলচেষ্টার খবর শুনেছি। ঘটনার শিকার একটি পক্ষ বিএনপির কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছে। কেউ অপকর্ম করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এদিকে আজ সকালে ঘটনাস্থলে যান বিমানবন্দর থানার সেকেন্ড অফিসার আবুল হোসেন, এসআই কিবরিয়াসহ একাধিক কর্মকর্তা। এ প্রসঙ্গে এসআই কিবরিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মেহেদী গংদের বলেছি যে দখলরোধে আদালতে যান।’ বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, কারা দখল করার চেষ্টা করছে, তা এখনই বলা যাবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে