Ajker Patrika

বরিশালে একদিনে ২০ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

প্রতিনিধি, বরিশাল
বরিশালে একদিনে ২০ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

বরিশাল গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এতে শনাক্তের হার ৩৮ দশমিক ৫৬ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭০১টি নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল (শেবাচিম) এর তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯ জন। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

গত দুই দিনে শনাক্তের হারে বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ভোলা জেলা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় শনাক্তের হার ৪৫ দশমিক ২০ শতাংশ। বরিশাল জেলায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮০ শতাংশ, পটুয়াখালীতে ৩৯ দশমিক ৮২ শতাংশ, ঝালকাঠিতে ৩১ দশমিক ৭৯ শতাংশ, পিরোজপুরে ২৭ দশমিক ৯১ শতাংশ।

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ভর্তি আছেন ৩০১ জন। তাঁদের মধ্যে ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত