নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় বিএনপি দলীয় সাবেক এমপি আবুল হোসেন খানের গড়ে তোলা সাংগঠনিক দুর্গ ভেঙে গেছে বলে মনে করেন অন্য নেতারা। বাকেরগঞ্জের বাসিন্দা আবুল হোসেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটি সচল করে নতুন ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করেছেন—এমন প্রমাণ পেয়ে দল এ ব্যবস্থা নিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করারও অভিযোগ উঠেছে।
রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল দক্ষিণ জেলার অধীন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ফ্যাসিস্টিবিরোধীদের নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো। চিঠিতে উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদারকে আহ্বায়ক, সদস্যসচিব কিংবা যুগ্ম আহ্বায়কের মও গুরুত্বপূর্ণ পদ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত বিএনপি নেতা মালেক সিকদার ও শওকত হোসেন হাওলাদারকেও কোনো গুরুত্বপূর্ণ পদে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কেন্দ্র থেকে নির্দেশনামূলক তাঁকে একটি চিঠি দেওয়ার কথা শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি এখন পর্যন্ত হাতে পাননি। চিঠির কারণ প্রসঙ্গে বলেন, ‘অনেক বিষয় আছে। তদন্ত হচ্ছে। নির্দিষ্ট কোনো কারণ জানি না।’ ইউনিয়নের স্থগিত কমিটি পুনর্গঠনের কথা অস্বীকার করেন তিনি।
তবে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব আক্তার হোসেন মেবুল বলেন, ‘আবুল-শাহিন সাংগঠনিকভাবে কোনো কমিটি করেননি। তাঁরা পকেট কমিটি করেছেন। গণতান্ত্রিকভাবে কোনো কমিটি হয়নি বাকেরগঞ্জে। দক্ষিণ জেলা বিএনপি তিন মাসের দায়িত্ব পেয়েছিল। তিন বছর পার করছে, অথচ একটা কমিটি করতে পারেনি।’
মেবুল বলেন, ‘আসলে আবুল হোসেন বাকেরগঞ্জে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তাঁরা প্রত্যেক ইউনিয়নে ফ্যাসিস্টদের স্থান দিয়েছেন। তিনি জাসদের নেতা ছিলেন, তাই বিএনপির কদর না বুঝে বাইরের লোকদের দলে ঠাঁই দিচ্ছেন। এ জন্য আমরা দক্ষিণ জেলা কমিটি ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন করছি।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বাকেরগঞ্জে আওয়ামী পুনর্বাসনের মহোৎসব চলছিল। সেখানে ক্ষমতার অপব্যবহার করে কমিটি করা হয়েছিল। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট দোসরদের পুনবার্সন করলে যে দল ছেড়ে দেবে না, তার অন্যতম উদাহরণ বাকেরগঞ্জ। এখন নতুন কমিটিতে আওয়ামী দোসরেরা ঠাঁই পাবে না।’
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় বিএনপি দলীয় সাবেক এমপি আবুল হোসেন খানের গড়ে তোলা সাংগঠনিক দুর্গ ভেঙে গেছে বলে মনে করেন অন্য নেতারা। বাকেরগঞ্জের বাসিন্দা আবুল হোসেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটি সচল করে নতুন ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করেছেন—এমন প্রমাণ পেয়ে দল এ ব্যবস্থা নিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করারও অভিযোগ উঠেছে।
রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল দক্ষিণ জেলার অধীন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ফ্যাসিস্টিবিরোধীদের নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো। চিঠিতে উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদারকে আহ্বায়ক, সদস্যসচিব কিংবা যুগ্ম আহ্বায়কের মও গুরুত্বপূর্ণ পদ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত বিএনপি নেতা মালেক সিকদার ও শওকত হোসেন হাওলাদারকেও কোনো গুরুত্বপূর্ণ পদে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কেন্দ্র থেকে নির্দেশনামূলক তাঁকে একটি চিঠি দেওয়ার কথা শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি এখন পর্যন্ত হাতে পাননি। চিঠির কারণ প্রসঙ্গে বলেন, ‘অনেক বিষয় আছে। তদন্ত হচ্ছে। নির্দিষ্ট কোনো কারণ জানি না।’ ইউনিয়নের স্থগিত কমিটি পুনর্গঠনের কথা অস্বীকার করেন তিনি।
তবে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব আক্তার হোসেন মেবুল বলেন, ‘আবুল-শাহিন সাংগঠনিকভাবে কোনো কমিটি করেননি। তাঁরা পকেট কমিটি করেছেন। গণতান্ত্রিকভাবে কোনো কমিটি হয়নি বাকেরগঞ্জে। দক্ষিণ জেলা বিএনপি তিন মাসের দায়িত্ব পেয়েছিল। তিন বছর পার করছে, অথচ একটা কমিটি করতে পারেনি।’
মেবুল বলেন, ‘আসলে আবুল হোসেন বাকেরগঞ্জে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তাঁরা প্রত্যেক ইউনিয়নে ফ্যাসিস্টদের স্থান দিয়েছেন। তিনি জাসদের নেতা ছিলেন, তাই বিএনপির কদর না বুঝে বাইরের লোকদের দলে ঠাঁই দিচ্ছেন। এ জন্য আমরা দক্ষিণ জেলা কমিটি ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন করছি।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বাকেরগঞ্জে আওয়ামী পুনর্বাসনের মহোৎসব চলছিল। সেখানে ক্ষমতার অপব্যবহার করে কমিটি করা হয়েছিল। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট দোসরদের পুনবার্সন করলে যে দল ছেড়ে দেবে না, তার অন্যতম উদাহরণ বাকেরগঞ্জ। এখন নতুন কমিটিতে আওয়ামী দোসরেরা ঠাঁই পাবে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে