খান রফিক, বরিশাল
বেহাত হয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্পত্তি। এরই মধ্যে সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের প্রায় ৪০ একর জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
বিএম কলেজের সম্পত্তি সংরক্ষণের জন্য একটি কমিটি রয়েছে। অথচ প্রাচীর ভেঙে নিয়মিত প্রতিষ্ঠানের সম্পত্তি বেহাত হলেও ওই কমিটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ রয়েছে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত মাপজোখ করে বেহাত সম্পত্তি উদ্ধার করা হোক।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের পুকুরের সীমানাদেয়াল ভেঙে চার-পাঁচ হাত জমি দখল করে নিয়েছেন স্থানীয় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। হলের পুকুরসংলগ্ন নিজের কেনা জায়গায় বাড়ি বানাতে গিয়ে তিনি এ কাজ করেছেন। কলেজের সম্পত্তি বেদখল হওয়ার এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবারের প্রাচীর ভাঙা সম্পর্কে ফজলুল হক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘ভবন করতে গিয়ে দেয়াল ভেঙে গেছে। তবে কলেজের জায়গা দখলের জন্য সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে কলেজের সম্পত্তি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহরিয়ার কিবরিয়া বলেন, ‘ফজলুল হক হলসংলগ্ন সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে শুনেছি। যত দূর জানি, সম্পত্তি দখল হয়নি।’
শুধু ফজলুল হক হল এলাকা নয়, একই ধরনের ঘটনা ঘটেছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) ভবনের সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে এবং অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশে। গত শনিবারও বিএম কলেজ ক্যাম্পাস ঘুরে দুই ছাত্রাবাস ঘেঁষে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। একই চিত্র চোখে পড়েছে জিরো পয়েন্টসংলগ্ন বাকসু ভবনের পুকুরের পশ্চিম পাশেও। তিনটি স্থানেই প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে নিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগসংলগ্ন পুকুরের পশ্চিম পাশের ঘাটলার মাতৃমন্দির কোয়ার্টারসংলগ্ন প্রায় ১০ ফুট জমি বেদখল হয়ে গেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীরা জানান, আশির দশকে কলেজের সীমানাপ্রাচীর দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় কয়েকটি স্থানের প্রাচীর ভেঙে অল্প অল্প জায়গা দখল করে নিয়েছেন প্রতিবেশীরা। মাস ছয়েক আগে অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে বাড়ি বানিয়েছেন এক ব্যক্তি। বাড়িটির সুয়ারেজ লাইন কলেজের ভেতরে চলে এসেছে। সিটি করপোরেশনের আইন না মেনে বাড়ি বানানোর কারণে এমনটি হয়েছে।
প্রতিষ্ঠানের সম্পত্তি বেদখল হওয়া নিয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, যাঁরা প্রাচীর ভেঙেছেন, তাঁদের নতুন করে প্রাচীর করে দিতে বলা হয়েছে। বাকসু ভবনসংলগ্ন ভূমিমালিকেরা ক্যাম্পাসের ভেতরে ঢুকছেন কি না, তা সিটি করপোরেশন নির্ধারণ করবে বলেও জানান তিনি।
বেহাত হয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্পত্তি। এরই মধ্যে সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের প্রায় ৪০ একর জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
বিএম কলেজের সম্পত্তি সংরক্ষণের জন্য একটি কমিটি রয়েছে। অথচ প্রাচীর ভেঙে নিয়মিত প্রতিষ্ঠানের সম্পত্তি বেহাত হলেও ওই কমিটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ রয়েছে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত মাপজোখ করে বেহাত সম্পত্তি উদ্ধার করা হোক।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের পুকুরের সীমানাদেয়াল ভেঙে চার-পাঁচ হাত জমি দখল করে নিয়েছেন স্থানীয় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। হলের পুকুরসংলগ্ন নিজের কেনা জায়গায় বাড়ি বানাতে গিয়ে তিনি এ কাজ করেছেন। কলেজের সম্পত্তি বেদখল হওয়ার এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবারের প্রাচীর ভাঙা সম্পর্কে ফজলুল হক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘ভবন করতে গিয়ে দেয়াল ভেঙে গেছে। তবে কলেজের জায়গা দখলের জন্য সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে কলেজের সম্পত্তি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহরিয়ার কিবরিয়া বলেন, ‘ফজলুল হক হলসংলগ্ন সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে শুনেছি। যত দূর জানি, সম্পত্তি দখল হয়নি।’
শুধু ফজলুল হক হল এলাকা নয়, একই ধরনের ঘটনা ঘটেছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) ভবনের সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে এবং অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশে। গত শনিবারও বিএম কলেজ ক্যাম্পাস ঘুরে দুই ছাত্রাবাস ঘেঁষে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। একই চিত্র চোখে পড়েছে জিরো পয়েন্টসংলগ্ন বাকসু ভবনের পুকুরের পশ্চিম পাশেও। তিনটি স্থানেই প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে নিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগসংলগ্ন পুকুরের পশ্চিম পাশের ঘাটলার মাতৃমন্দির কোয়ার্টারসংলগ্ন প্রায় ১০ ফুট জমি বেদখল হয়ে গেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীরা জানান, আশির দশকে কলেজের সীমানাপ্রাচীর দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় কয়েকটি স্থানের প্রাচীর ভেঙে অল্প অল্প জায়গা দখল করে নিয়েছেন প্রতিবেশীরা। মাস ছয়েক আগে অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে বাড়ি বানিয়েছেন এক ব্যক্তি। বাড়িটির সুয়ারেজ লাইন কলেজের ভেতরে চলে এসেছে। সিটি করপোরেশনের আইন না মেনে বাড়ি বানানোর কারণে এমনটি হয়েছে।
প্রতিষ্ঠানের সম্পত্তি বেদখল হওয়া নিয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, যাঁরা প্রাচীর ভেঙেছেন, তাঁদের নতুন করে প্রাচীর করে দিতে বলা হয়েছে। বাকসু ভবনসংলগ্ন ভূমিমালিকেরা ক্যাম্পাসের ভেতরে ঢুকছেন কি না, তা সিটি করপোরেশন নির্ধারণ করবে বলেও জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে