প্রতিনিধি, মুলাদী (বরিশাল)
মুলাদীতে নিখোঁজের তিন দিন পর নদী থেকে লাশ উদ্ধার করে দুই ঘণ্টার মধ্যে নুরু বাবুর্চির পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁর স্ত্রী খাজিদা বেগম লাশটি শনাক্ত করেন। এর আগে গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন নুরু বাবুর্চি। তিনি হিজলা উপজেলার গুয়াবাড়িয়ার মৃত হাচেন বাবুর্চির ছেলে।
জানা গেছে, আজ বিকেলে নয়াভাঙ্গনী নদীর হিজলা-মুলাদী সংযোগ সেতুর উত্তর দিকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা মুলাদী থানায় খবর দেন। থানা-পুলিশ সাড়ে ৪টায় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে নুরু বাবুর্চির স্ত্রী ও তাঁর স্বজনরা থানায় আসেন। পরে মৃতের কাপড় চোপর এবং মাথা দেখে লাশটি শনাক্ত করেন।
মুলাদী থানা-পুলিশ সূত্রে জানা যায়, নুরু বাবুর্চিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর পেটসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয়েছে। পরে তাঁর হাত-পা বালুর বস্তায় বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। হাত খুলে যাওয়ায় লাশ ভেসে উঠেছে।
মৃতের স্ত্রী খাদিজা বেগম বলেন, গত ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি আমার স্বামী। পরে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। তাঁকে না পেয়ে গতকাল সোমবার হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু হিজলা থানার ওসি অসীম সরকার জিডি না করে উল্টো আমার ছেলে ইমরান হোসেন (২০), এনামুল হোসেন (১৮) এবং এহসান (১৬) কে আটক করেন। পরে আজ সকালে তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
খাদিজা বেগম আরও বলেন, আজ বিকেলে মুলাদী থানায় লাশ উদ্ধারের সংবাদ পেয়ে সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে আমার স্বামীর মৃতদেহ দেখতে পাই।
জিডি না করার বিষয়ে হিজলা থানার ওসি বলেন, নুরু বাবুর্চির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছিল মামলার ভয়ে তিনি পালিয়ে রয়েছেন। তাই হিজলা থানায় জিডি করা হয়নি। এ ছাড়া তাঁর স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বলার সময় নুরু বাবুর্চি মুলাদী থানার জনৈক কাসেমের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছিলেন। তাই তাঁদের মুলাদী থানায় জিডি করতে বলা হয়েছিল।
জিডি করতে আসা নুরু বাবুর্চির তিন ছেলেকে জেলহাজতে পাঠানোর বিষয়ে জানতে চাইলে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজ বিকেলে উপজেলার নয়াভাঙ্গনী নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর স্বজনরা এসে লাশটি শনাক্ত করেছেন। তবে লাশটি নুরু বাবুর্চির কিনা বিষয়টি নিশ্চিত করতে সিআইডির সহযোগিতা নেওয়া হবে।
মুলাদীতে নিখোঁজের তিন দিন পর নদী থেকে লাশ উদ্ধার করে দুই ঘণ্টার মধ্যে নুরু বাবুর্চির পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁর স্ত্রী খাজিদা বেগম লাশটি শনাক্ত করেন। এর আগে গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন নুরু বাবুর্চি। তিনি হিজলা উপজেলার গুয়াবাড়িয়ার মৃত হাচেন বাবুর্চির ছেলে।
জানা গেছে, আজ বিকেলে নয়াভাঙ্গনী নদীর হিজলা-মুলাদী সংযোগ সেতুর উত্তর দিকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা মুলাদী থানায় খবর দেন। থানা-পুলিশ সাড়ে ৪টায় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে নুরু বাবুর্চির স্ত্রী ও তাঁর স্বজনরা থানায় আসেন। পরে মৃতের কাপড় চোপর এবং মাথা দেখে লাশটি শনাক্ত করেন।
মুলাদী থানা-পুলিশ সূত্রে জানা যায়, নুরু বাবুর্চিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর পেটসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয়েছে। পরে তাঁর হাত-পা বালুর বস্তায় বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। হাত খুলে যাওয়ায় লাশ ভেসে উঠেছে।
মৃতের স্ত্রী খাদিজা বেগম বলেন, গত ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি আমার স্বামী। পরে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। তাঁকে না পেয়ে গতকাল সোমবার হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু হিজলা থানার ওসি অসীম সরকার জিডি না করে উল্টো আমার ছেলে ইমরান হোসেন (২০), এনামুল হোসেন (১৮) এবং এহসান (১৬) কে আটক করেন। পরে আজ সকালে তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
খাদিজা বেগম আরও বলেন, আজ বিকেলে মুলাদী থানায় লাশ উদ্ধারের সংবাদ পেয়ে সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে আমার স্বামীর মৃতদেহ দেখতে পাই।
জিডি না করার বিষয়ে হিজলা থানার ওসি বলেন, নুরু বাবুর্চির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছিল মামলার ভয়ে তিনি পালিয়ে রয়েছেন। তাই হিজলা থানায় জিডি করা হয়নি। এ ছাড়া তাঁর স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বলার সময় নুরু বাবুর্চি মুলাদী থানার জনৈক কাসেমের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছিলেন। তাই তাঁদের মুলাদী থানায় জিডি করতে বলা হয়েছিল।
জিডি করতে আসা নুরু বাবুর্চির তিন ছেলেকে জেলহাজতে পাঠানোর বিষয়ে জানতে চাইলে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজ বিকেলে উপজেলার নয়াভাঙ্গনী নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর স্বজনরা এসে লাশটি শনাক্ত করেছেন। তবে লাশটি নুরু বাবুর্চির কিনা বিষয়টি নিশ্চিত করতে সিআইডির সহযোগিতা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫