মুলাদী(বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
গতকাল সোমবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পাড়ে ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এর আগে ২০ নভেম্বর ‘মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
গত ১৯ নভেম্বর গ্রাহকের কাছে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহতের অভিযোগে ওই তিন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছিল শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস। তবে এসব এলাকায় বিদ্যুৎ চালু হলেও ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সী, তাঁর ছেলে জহির মুন্সীসহ পাঁচ পরিবার সংযোগ পাননি বলে অভিযোগ করেছেন। তাদের মিটার ও তার খুলে নিয়ে যায় পল্লী বিদ্যুতের কর্মীরা।
ভেদুরিয়া গ্রামের বাহাউদ্দীন জানান, গত ১৯ নভেম্বর দুপুরে মিটার রিডার রুবেল মিয়া রিডিং সংগ্রহ করতে গেলে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে জহির মুন্সীর সঙ্গে ঝামেলা হয়। বিষয়টি নিস্পত্তির জন্য গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম ঘটনাস্থলে কর্মকর্তা ও লাইন ম্যানদের পাঠান। ওই সময়ে জহির মুন্সীর লোকজন হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের ছয় কর্মীকে আহত করেন।
ওই ঘটনার জের ধরে পল্লী বিদ্যুতের লোকজন ছালাম মুন্সীসহ ৫ পরিবারের মিটার ও তার খুলে নেয় এবং তিন এলাকার ৭ শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এছাড়া একই পরিবারের সাত জনসহ ১১ জনের বিরুদ্ধে মামলাও করেছেন পল্লী বিদ্যুতের লোকজনেরা। ২৫ নভেম্বর রাতে বিদ্যুৎ লাইন চালু করেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
এ ব্যাপারে ছালাম মুন্সী বলেন, ভুল বোঝাবুঝিতে পল্লী বিদ্যুতের লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা অবৈধভাবে মিটার ও তার খুলে নিয়েছেন আবার মামলাও করেছেন। পল্লী বিদ্যুৎ সংযোগ না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গোসাইরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া বলেন, তিন এলাকায় সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি হলেই তাদের দ্রুত সংযোগ দেওয়া হবে।
বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
গতকাল সোমবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পাড়ে ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এর আগে ২০ নভেম্বর ‘মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
গত ১৯ নভেম্বর গ্রাহকের কাছে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহতের অভিযোগে ওই তিন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছিল শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস। তবে এসব এলাকায় বিদ্যুৎ চালু হলেও ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সী, তাঁর ছেলে জহির মুন্সীসহ পাঁচ পরিবার সংযোগ পাননি বলে অভিযোগ করেছেন। তাদের মিটার ও তার খুলে নিয়ে যায় পল্লী বিদ্যুতের কর্মীরা।
ভেদুরিয়া গ্রামের বাহাউদ্দীন জানান, গত ১৯ নভেম্বর দুপুরে মিটার রিডার রুবেল মিয়া রিডিং সংগ্রহ করতে গেলে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে জহির মুন্সীর সঙ্গে ঝামেলা হয়। বিষয়টি নিস্পত্তির জন্য গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম ঘটনাস্থলে কর্মকর্তা ও লাইন ম্যানদের পাঠান। ওই সময়ে জহির মুন্সীর লোকজন হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের ছয় কর্মীকে আহত করেন।
ওই ঘটনার জের ধরে পল্লী বিদ্যুতের লোকজন ছালাম মুন্সীসহ ৫ পরিবারের মিটার ও তার খুলে নেয় এবং তিন এলাকার ৭ শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এছাড়া একই পরিবারের সাত জনসহ ১১ জনের বিরুদ্ধে মামলাও করেছেন পল্লী বিদ্যুতের লোকজনেরা। ২৫ নভেম্বর রাতে বিদ্যুৎ লাইন চালু করেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
এ ব্যাপারে ছালাম মুন্সী বলেন, ভুল বোঝাবুঝিতে পল্লী বিদ্যুতের লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা অবৈধভাবে মিটার ও তার খুলে নিয়েছেন আবার মামলাও করেছেন। পল্লী বিদ্যুৎ সংযোগ না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গোসাইরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া বলেন, তিন এলাকায় সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি হলেই তাদের দ্রুত সংযোগ দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫